ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী Logo গাইবান্ধা নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক অবশেষে বিয়ে Logo যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ Logo পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে মুনিরীয়ার পীরের পুকুর ভরাট Logo নাটোর-০২ আসনে বিএনপিতে দুগ্রুপের কোন্দল, মাঠ গোছাচ্ছে জামায়াত Logo গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর স্বরূপ সাহিত্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান Logo ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ Logo আন্তর্জাতিক অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করেন কুষ্টিয়ার মস্তাহসিন Logo লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. মাসুদ মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল করে রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করতে আসেন। খাওয়া-দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে।

এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় এবং অন্য দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রিজের আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. মাসুদ মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল করে রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করতে আসেন। খাওয়া-দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে।

এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় এবং অন্য দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রিজের আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।