ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 0 Views

যশোর সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশী লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও জুলুম-নির্যাতনের বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে, তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

আপডেট সময় ০৭:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

যশোর সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশী লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও জুলুম-নির্যাতনের বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে, তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তিনি।