ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে পুড়ে যাওয়া বসতভিটা পরিদর্শনে, জামায়াত

বাগেরহাট সদর উপজেলার সদুল্লাহপুর এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি বসতভিটা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারি, অধ্যাপক ইকবাল হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি , মঞ্জুরুল হক রাহাদ। গতকাল বুধবার বিকেলে তারা ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

জামায়াত নেতারা অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এসময় তারা বলেন, যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমরা আশা করি, সংশ্লিষ্ট সকলেই এ পরিবারকে সহযোগিতা করবে।

পরিদর্শনকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০ টার দিকে এক অগ্নিকাণ্ডে সদুল্লাহপুর এলাকার এরাদুল ইসলাম নামের এক কৃষকের বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় বসতবাড়ির মালিক প্রায় সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে। তবে প্রাথমিক ভাবে ইলেকট্রনিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের সহায়তা কামনা করে জামায়াত নেতারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

এবার ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল

বাগেরহাটে পুড়ে যাওয়া বসতভিটা পরিদর্শনে, জামায়াত

আপডেট সময় ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট সদর উপজেলার সদুল্লাহপুর এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি বসতভিটা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারি, অধ্যাপক ইকবাল হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি , মঞ্জুরুল হক রাহাদ। গতকাল বুধবার বিকেলে তারা ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

জামায়াত নেতারা অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এসময় তারা বলেন, যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমরা আশা করি, সংশ্লিষ্ট সকলেই এ পরিবারকে সহযোগিতা করবে।

পরিদর্শনকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০ টার দিকে এক অগ্নিকাণ্ডে সদুল্লাহপুর এলাকার এরাদুল ইসলাম নামের এক কৃষকের বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় বসতবাড়ির মালিক প্রায় সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে। তবে প্রাথমিক ভাবে ইলেকট্রনিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের সহায়তা কামনা করে জামায়াত নেতারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।