ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা Logo অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন Logo ‘সকল সরকারই গাদ্দারি করেছে, মানুষ জামায়াতে ইসলামীর দিকেই তাকিয়ে আছে’ Logo এত দুর্বল সরকার আগে দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের Logo রোজার আগেই নির্বাচন, ঘোষণা করা হলো রোডম্যাপ Logo পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন Logo লতিফ সিদ্দিকীর ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ডিবি হেফাজতে Logo ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায়, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে পাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় । পরে ৯ টা ৪৫ মিনিটে আনসার সদস্য এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সদস্যরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, “সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস শুধু আমাদের আনন্দের বিষয় না। আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমরা আজ শপথ নেই উপ-উপাচার্যের যেমন দায়িত্ব আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীও তেমন দায়িত্ব আছে। আমরা সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্ব পালন করি এই শপথ নিই। এর পর থেকে কোন দিনও যেন আমরা আমাদের শপথ না ভঙ্গ করি। আমরা যেন আমাদের দায়িত্ব থেকে সরে না যাই। আমরা যেন এই শপথ নিয়ে পাবিপ্রবিকে উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারি। ”

এরপর দ্বিতীয় পর্বে সকাল ১১ টায় ছাত্রদের মোরগ লড়াই, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পুরুষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা এবং নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। দুপুর ১২ টার সময় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায়, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে পাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় । পরে ৯ টা ৪৫ মিনিটে আনসার সদস্য এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সদস্যরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, “সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস শুধু আমাদের আনন্দের বিষয় না। আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমরা আজ শপথ নেই উপ-উপাচার্যের যেমন দায়িত্ব আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীও তেমন দায়িত্ব আছে। আমরা সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্ব পালন করি এই শপথ নিই। এর পর থেকে কোন দিনও যেন আমরা আমাদের শপথ না ভঙ্গ করি। আমরা যেন আমাদের দায়িত্ব থেকে সরে না যাই। আমরা যেন এই শপথ নিয়ে পাবিপ্রবিকে উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারি। ”

এরপর দ্বিতীয় পর্বে সকাল ১১ টায় ছাত্রদের মোরগ লড়াই, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পুরুষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা এবং নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। দুপুর ১২ টার সময় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।