ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ১২০ কোটি টাকা ঘুষ নেওয়ায় ২০ বছরের কারাদণ্ড

চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার বিরল রেকর্ডও আছে তার। লি’র বিরুদ্ধে এবার উঠল অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক এই ফুটবলারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। জানা গেছে, লি’র বিরুদ্ধে ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য সব অপরাধ স্বীকার করেছেন লি।

লি টাই ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তিনি স্বীকার করেছেন যে গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) বেশি ঘুষ নিয়েছেন।

নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন লি। চীনের সরকারি সম্প্রচারক সিসিটিভিতে লিকে নিয়ে বানানো তথ্যচিত্রে তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।”

চীন জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন লি। ২০০২ বিশ্বকাপেও ছিলেন দলে। খেলেছেন এভারটন, শেফিল্ড ইউনাইটেডের মতো দলের হয়েও মাঠ মাতিয়েছেন লি।। ২০১১ সালে অবসর নেওয়ার পরের বছর নেমে পড়েন কোচিংয়ে।

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে সন্দেহের কথা জানাল শিবির

চীনে ১২০ কোটি টাকা ঘুষ নেওয়ায় ২০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১০:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার বিরল রেকর্ডও আছে তার। লি’র বিরুদ্ধে এবার উঠল অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক এই ফুটবলারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। জানা গেছে, লি’র বিরুদ্ধে ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য সব অপরাধ স্বীকার করেছেন লি।

লি টাই ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তিনি স্বীকার করেছেন যে গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) বেশি ঘুষ নিয়েছেন।

নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন লি। চীনের সরকারি সম্প্রচারক সিসিটিভিতে লিকে নিয়ে বানানো তথ্যচিত্রে তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।”

চীন জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন লি। ২০০২ বিশ্বকাপেও ছিলেন দলে। খেলেছেন এভারটন, শেফিল্ড ইউনাইটেডের মতো দলের হয়েও মাঠ মাতিয়েছেন লি।। ২০১১ সালে অবসর নেওয়ার পরের বছর নেমে পড়েন কোচিংয়ে।