ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার,১৩ ডিসেম্বর বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাবিপ্রবির গণিত বিভাগ রাজশাহীর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আজিজুল হক সরকারি কলেজ (বগুড়া), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), শহীদ বুলবুল সরকারি কলেজ (পাবনা)সহ রাজশাহী বিভাগের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেন। দুই ঘন্টার লিখিত পরীক্ষার পর খাবারের বিরতি দেওয়া হয় এবং বিকেলে প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই আয়োজন শেষ হয়।

প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের জন্য মনোনীত হন। প্রথম স্থান অধিকার করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের রফিকুজ্জামান রাফি।

সকাল ৯.৩০টায় র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে এসে স্বাধীনতা চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা খাতুন ও গণিত সমিতির সদস্য কাজী খায়রুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কাজী সেলিনা সুলতানা, অধ্যাপক এম জুলফিকার আলী, অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আবু বকর প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান এবং রাজশাহী আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. নূর আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ।

প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হক।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা খাতুন বলেন, “১৫তম জাতীয় গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের ভেন্যু হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজন আমাকে খুব আনন্দ দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বেশিরভাগ শিক্ষক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় এখানে এসে মনে হয় না যে আমি রাজশাহীর বাইরে আছি। তোমরা এতক্ষণ শুনলে, গণিতের মনমানসিকতা হলো দান ও ত্যাগের মানসিকতা। আমরা দান করেই যাব, আমরা ত্যাগ করেই আনন্দ পাই। আজকের অনুষ্ঠানটি এতই চমৎকার হয়েছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা শোনার জন্য বা কথা শোনার জন্য এতগুলো ছাত্রছাত্রী কখনো ধৈর্য নিয়ে বসে থাকেনি। এটি সত্যিই আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করেছে।”

পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক শুরুতেই অনুষ্ঠানে আগত সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা গণিত বিভাগ ১৫তম রাজশাহীর আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের এই গণিত অলিম্পিয়াডটি সারাদেশে একযোগে ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রতিযোগিতা করে নির্বাচিত শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে ঢাকা পাঠানো হবে। সেখানেও নির্বাচিত হলে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এভাবেই শিক্ষার্থীরা গণিতকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে এবং বাংলাদেশের গর্ব বয়ে আনবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্ত্র মামলা থেকে খালাস পেল বাবরসহ কয়েক আসামি

পাবিপ্রবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার,১৩ ডিসেম্বর বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাবিপ্রবির গণিত বিভাগ রাজশাহীর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আজিজুল হক সরকারি কলেজ (বগুড়া), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), শহীদ বুলবুল সরকারি কলেজ (পাবনা)সহ রাজশাহী বিভাগের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেন। দুই ঘন্টার লিখিত পরীক্ষার পর খাবারের বিরতি দেওয়া হয় এবং বিকেলে প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই আয়োজন শেষ হয়।

প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের জন্য মনোনীত হন। প্রথম স্থান অধিকার করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের রফিকুজ্জামান রাফি।

সকাল ৯.৩০টায় র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে এসে স্বাধীনতা চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা খাতুন ও গণিত সমিতির সদস্য কাজী খায়রুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কাজী সেলিনা সুলতানা, অধ্যাপক এম জুলফিকার আলী, অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আবু বকর প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান এবং রাজশাহী আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. নূর আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ।

প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হক।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা খাতুন বলেন, “১৫তম জাতীয় গণিত অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের ভেন্যু হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজন আমাকে খুব আনন্দ দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বেশিরভাগ শিক্ষক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় এখানে এসে মনে হয় না যে আমি রাজশাহীর বাইরে আছি। তোমরা এতক্ষণ শুনলে, গণিতের মনমানসিকতা হলো দান ও ত্যাগের মানসিকতা। আমরা দান করেই যাব, আমরা ত্যাগ করেই আনন্দ পাই। আজকের অনুষ্ঠানটি এতই চমৎকার হয়েছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা শোনার জন্য বা কথা শোনার জন্য এতগুলো ছাত্রছাত্রী কখনো ধৈর্য নিয়ে বসে থাকেনি। এটি সত্যিই আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করেছে।”

পাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক শুরুতেই অনুষ্ঠানে আগত সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা গণিত বিভাগ ১৫তম রাজশাহীর আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের এই গণিত অলিম্পিয়াডটি সারাদেশে একযোগে ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রতিযোগিতা করে নির্বাচিত শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে ঢাকা পাঠানো হবে। সেখানেও নির্বাচিত হলে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এভাবেই শিক্ষার্থীরা গণিতকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে এবং বাংলাদেশের গর্ব বয়ে আনবে।”