ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই প্রাণ গেল আরও ৭১ ফিলিস্তিনির

সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজাজুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা। ২৪ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও অনেকেই।

খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালাসহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আবার আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

গত ১৪ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮৩৫ জন। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

খবর আলজাজিরার

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই প্রাণ গেল আরও ৭১ ফিলিস্তিনির

আপডেট সময় ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজাজুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা। ২৪ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও অনেকেই।

খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালাসহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আবার আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

গত ১৪ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮৩৫ জন। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

খবর আলজাজিরার