ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে পাচঁ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান Logo আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে -তারেক রহমান Logo পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ Logo কেমন থাকবে আগামী ৫ দিন আবহাওয়া Logo ঢাবিতে বিএনপি সমর্থক একজন প্রভাষকও নেই Logo তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে অনেক ভবন Logo পুলিশের বিশেষ অভিযানে মামা বাহিনীর সদস্য ও কুখ্যাত সন্ত্রাসী সিরাজ গ্রেপ্তার Logo র‍্যাগিংয়ের দায়ে জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার,৪ জনের ক্লাস নিষেধাজ্ঞা Logo তুরস্কে ভয়াভহ ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন Logo চানখারপুল আনাসসহ ৬ হত্যা মামলা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে পাচঁ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।