ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

পাবিপ্রবিতে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবণের পদার্থবিজ্ঞান বিভাগে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান।সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।

সকাল ১০.৩০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পদার্থবিজ্ঞান বিভাগে গিয়ে শেষ হয় । এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড নজরুল ইসলাম,রিসোর্স পারসোন হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান। এতে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী ধারণা এবং গবেষণা প্রস্তাবনা প্রদর্শন করেন।

উপস্থাপনার মান ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

দুপুরের পর ফ্রেশার্স রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান এবং নাটকের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে মাগরিবের বিরতির পর রাত ৯টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের একুশ শতকের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুগম করেছে।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

পাবিপ্রবিতে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবণের পদার্থবিজ্ঞান বিভাগে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান।সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।

সকাল ১০.৩০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পদার্থবিজ্ঞান বিভাগে গিয়ে শেষ হয় । এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড নজরুল ইসলাম,রিসোর্স পারসোন হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান। এতে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী ধারণা এবং গবেষণা প্রস্তাবনা প্রদর্শন করেন।

উপস্থাপনার মান ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

দুপুরের পর ফ্রেশার্স রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান এবং নাটকের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে মাগরিবের বিরতির পর রাত ৯টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের একুশ শতকের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুগম করেছে।