ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলছে: কাদের সিদ্দিকী

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলছে: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বিএনপি কিন্তু একই দোষ করছে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, জামায়াতে ইসলামী কিন্তু বাস কিংবা টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই। এসব কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতো এখন বিএনপি সেখান থেকে চাঁদা নিচ্ছে, সেইসঙ্গে চাঁদার রেটও বাড়িয়ে দিয়েছে।

বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায়, সবই নিচ্ছে। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি এখন বিএনপি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীরপ্রতীক, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর। তবে শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে এমন গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে পড়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে, সেটাও নিশ্চয় আল্লাহ দেখবেন।

ট্রাম্পের বাপেও শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করছেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম নাকি ট্রাম্প। ট্রাম্প না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলছে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৮:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বিএনপি কিন্তু একই দোষ করছে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, জামায়াতে ইসলামী কিন্তু বাস কিংবা টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই। এসব কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতো এখন বিএনপি সেখান থেকে চাঁদা নিচ্ছে, সেইসঙ্গে চাঁদার রেটও বাড়িয়ে দিয়েছে।

বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায়, সবই নিচ্ছে। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি এখন বিএনপি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীরপ্রতীক, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর। তবে শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে এমন গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে পড়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে, সেটাও নিশ্চয় আল্লাহ দেখবেন।

ট্রাম্পের বাপেও শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করছেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম নাকি ট্রাম্প। ট্রাম্প না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ।