ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গ্রেড ও বেতন নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর Logo মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত Logo বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত Logo তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, তীব্র নিন্দা জামায়াতের

দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলেন বিএনপি নেতা

দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলেন বিএনপি নেতা

দাওয়াত না পাওয়ায় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (২২ নভেম্বর) মাহফিলের আয়োজকরা এ অভিযোগ করেছেন। তারা জানান, আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নাম ভাঙিয়ে মাহফিল আয়োজনে বাধা দেন। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, “এ্যানী চৌধুরী এই মাহফিলের বিষয়ে কিছুই জানেন না। এনিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি।”

অভিযোগকারীরা জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন মাহফিলের জন্য প্রস্তুত করা প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন, বিদ্যুত সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে তাই মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির জানান, আজ বিকেল ৩টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনারের বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলেন।

তিনি আরো জানান, এ্যানী চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি (আলমগীর) এমন ঘটনা ঘটান। তার দাবি ছিল, এ্যানী চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন, মাহফিল বন্ধ করে দিতে। তাই তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন, বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলেন বিএনপি নেতা

আপডেট সময় ১০:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

দাওয়াত না পাওয়ায় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (২২ নভেম্বর) মাহফিলের আয়োজকরা এ অভিযোগ করেছেন। তারা জানান, আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নাম ভাঙিয়ে মাহফিল আয়োজনে বাধা দেন। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, “এ্যানী চৌধুরী এই মাহফিলের বিষয়ে কিছুই জানেন না। এনিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি।”

অভিযোগকারীরা জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন মাহফিলের জন্য প্রস্তুত করা প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন, বিদ্যুত সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে তাই মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির জানান, আজ বিকেল ৩টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনারের বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলেন।

তিনি আরো জানান, এ্যানী চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি (আলমগীর) এমন ঘটনা ঘটান। তার দাবি ছিল, এ্যানী চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন, মাহফিল বন্ধ করে দিতে। তাই তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন, বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।