ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খেজুর আমদানিতে শুল্ক-কর ছাড়, কমবে দাম

খেজুর আমদানিতে শুল্ক-কর ছাড়, কমবে দাম

আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিলো। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর আগে শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

এনবিআর বলছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমনোর কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে। এতে বাজারে খেজুরের আমদানি বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বাড়বে। খেজুরের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

খেজুর আমদানিতে শুল্ক-কর ছাড়, কমবে দাম

আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিলো। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর আগে শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

এনবিআর বলছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমনোর কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে। এতে বাজারে খেজুরের আমদানি বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বাড়বে। খেজুরের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।