ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩ নং বকুয়া ইউনিয়নের আওতাধীন চাপধাহাট হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তর বন্দী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭ ও ১৮ ই নভেম্বর রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী মাহফিলের আয়োজন করে মাহফিল এন্তেজামিয়া কমিটি।
মাহফিলের প্রথম দিন ১৭ নভেম্বর প্রধান আলোচক হিসেবে ছিলেন জনাব মাওলানা মোঃ আব্দুস সালাম যুক্তিবাদী ও দ্বিতীয় দিন ১৮ নভেম্বর প্রধান আলোচক হিসেবে ছিলেন মাওলানা মুফতি আমির হামজা।
কিন্তু হঠাৎ ঐএলাকার চাপধা ঈদগাঁও ময়দানে ১০ই নভেম্বর বর্ধিত সভার আয়োজন করে হরিপুর উপজেলা বিএনপি।
উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা ।
সেই বর্ধিত সভায় উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা একের পর এক বক্তৃতা প্রদান করেন ।
বর্ধিত সভায় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম বলেন আমির হামজা কে কোনভাবেই হরিপুরের মাটিতে ঢুকতে দেয়া যাবে না। যদি কোন দলের নেতা কর্মী এই মাহফিলে তাকে আনতে সহযোগীতা করে তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেন। এমনকি আমির হামজাকে মুনাফেক,নিমকহারাম ও জামায়াতের এজেন্ট বলে গালি দেন।
এ বক্তব্যের পর এলাকাবাসি তাদের কাছে এসবের জন্য জানতে চাইলে উপজেলা বিএনপির কয়েকজন নেতা এলাকা বাসির উপর চড়াও হন ও মামলা দিয়ে জেলে পুরে দেওয়ার হুমকি দেন। মামলাও দায়ের করা হয়েছে স্থানীয় এলাকাবাসীকে আসামী করে মর্মে এক সুত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয় নি।
বিএনপি নেতা সহ অন্যান্য নেতাদের বক্তব্যের তোপের মুখে এলাকা বাসির উপর মামলা ও হামলায় আতঙ্ক সৃষ্টি হয়।এই তোপের মুখে পড়ে মাহফিল এন্তেজামিয়া কমিটি তার পরের দিনই মাহফিলটি বন্ধ ঘোষণা করে দেন।