ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিলেন বাইডেন

রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্স।

এ সিদ্ধান্তকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে হিসেবে দেখা হচ্ছে।

সূত্রের বরাতে রয়টার্স বলছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে।

তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার অল্প কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন।

এক মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাতে রয়টার্স আরো বলে, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের প্রথম হামলা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হতে পারে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলার অনুমতি দেওয়া যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন করবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা। তবে যদি যুদ্ধবিরতির আলোচনা হয়, তবে আলোচনার ইউক্রেনকে একটু সুবিধাজনক স্থানে রাখতে সাহায্য করবে।

জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে তিনি বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত পাল্টে দেবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। তবে দীর্ঘদিন ধরেই ইউক্রেনকে দেওয়া বিপুল আর্থিক ও সামরিক সহায়তার বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিলেন বাইডেন

আপডেট সময় ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্স।

এ সিদ্ধান্তকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে হিসেবে দেখা হচ্ছে।

সূত্রের বরাতে রয়টার্স বলছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে।

তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার অল্প কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন।

এক মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাতে রয়টার্স আরো বলে, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের প্রথম হামলা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হতে পারে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলার অনুমতি দেওয়া যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন করবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা। তবে যদি যুদ্ধবিরতির আলোচনা হয়, তবে আলোচনার ইউক্রেনকে একটু সুবিধাজনক স্থানে রাখতে সাহায্য করবে।

জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে তিনি বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত পাল্টে দেবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। তবে দীর্ঘদিন ধরেই ইউক্রেনকে দেওয়া বিপুল আর্থিক ও সামরিক সহায়তার বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প।