ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব Logo সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী Logo ফের নাফ নদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo ডাকসু নির্বাচনে বাধা এলে সবাইকে ডেকে সবকিছু বলে দেব: ঢাবি উপাচার্য Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর

নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার

নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব ঘোষিত রবিবারের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি এ ঘোষণা দেন। রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে বাসভাড়া কমানো নিয়ে সভা হয়েছে।

সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।

বাস মালিকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এর আগে এদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছেন।

এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা করা হোক। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দিই। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সঙ্গে কথা বলেছে।’

তিনি আরো বলেন, ‘এপ্রিলের পর ডিজেলের দাম ৩ পয়সা কমানো হয়েছে।

আগে বাসগুলো শাপলা চত্বর হয়ে বাইতুল মোকাররম আসত। কিন্তু ফ্লাইওভার হওয়ার পর এটা আর করতে হয় না। তাই আমরা মাইলেজ আবার পরিমাপ করেছি। এখানে বাস মালিকদেরও লাভের বিষয় আছে। সর্বোপরি ৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারব না। সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে শহরের যে কোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করলাম। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।

বাস মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারণ হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শিবুমার্কেট যেখান থেকেই হোক।

কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিবহণ খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হন তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

নারায়ণগঞ্জে কমল বাসভাড়া, হরতাল প্রত্যাহার

আপডেট সময় ০৯:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব ঘোষিত রবিবারের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি এ ঘোষণা দেন। রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে বাসভাড়া কমানো নিয়ে সভা হয়েছে।

সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।

বাস মালিকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এর আগে এদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছেন।

এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা করা হোক। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দিই। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সঙ্গে কথা বলেছে।’

তিনি আরো বলেন, ‘এপ্রিলের পর ডিজেলের দাম ৩ পয়সা কমানো হয়েছে।

আগে বাসগুলো শাপলা চত্বর হয়ে বাইতুল মোকাররম আসত। কিন্তু ফ্লাইওভার হওয়ার পর এটা আর করতে হয় না। তাই আমরা মাইলেজ আবার পরিমাপ করেছি। এখানে বাস মালিকদেরও লাভের বিষয় আছে। সর্বোপরি ৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারব না। সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে শহরের যে কোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করলাম। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।

বাস মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারণ হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শিবুমার্কেট যেখান থেকেই হোক।

কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিবহণ খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হন তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।