ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন Logo মৌলভীবাজারে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ Logo মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প Logo লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে : গোলাম পরওয়ার Logo শামীম হায়দার পাটোয়ারীকে জাপার মহাসচিব বানালেন জি এম কাদের Logo গাজীপুর মহানগর বিএনপিতে কেন্দ্রের কড়া বার্তা, বহিষ্কৃত চার নেতা Logo চাঁদপুর পলিটেকনিকে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সম্পন্ন Logo শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা যুবকের লাশ উদ্ধার করল পুলিশ Logo ১০ জুলাই হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ Logo অস্ত্র আইনের মামলায় আবার ২ দিনের রিমান্ডে আনিসুল হক

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু জানান, তিনি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। তিনি উপজেলার ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ভাত খেতে এসে ভাত কম হওয়াকে কেন্দ্র করে আরিফ বিল্লাহ এবং তার মা হামিদা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম (লাঠি) দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শহীদুল ইসলাম গুরুতর আহত হন।

প্রথমে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর শহীদুল ইসলাম মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু জানান, তিনি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। তিনি উপজেলার ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ভাত খেতে এসে ভাত কম হওয়াকে কেন্দ্র করে আরিফ বিল্লাহ এবং তার মা হামিদা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম (লাঠি) দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শহীদুল ইসলাম গুরুতর আহত হন।

প্রথমে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর শহীদুল ইসলাম মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।