ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার নতুন পরিচয়ে বাইশ গজে যাত্রা শুরু আশরাফুলের Logo চিফ প্রসিকিউটরের কাছে ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা Logo ভোটার এলাকা স্থানান্তরের আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ Logo প্রধান উপদেষ্টা কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরেছেন Logo তিন শহিদের নামে ৩ স্টেডিয়ামের নামকরণ Logo আমার ভাই মুসলিম, বাবা খ্রিষ্টান, মা হিন্দু: বিক্রান্ত ম্যাসি Logo খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু Logo বৈষম্য দূর করতে জুলাই বিপ্লবের নতুন সম্ভাবনা কাজে লাগাতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান Logo গণঅভ্যুত্থানে আহতদের ৭ দফা দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শুরু Logo হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে

তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান।

এদিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খান যে কোনো সময় আত্মগোপন করতে পারেন। গত ২১ আগস্ট তাকসিম আহমেদ খানের বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। বর্তমানে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে নিষেধাজ্ঞা/স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক।

তাকসিম ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে যোগ দেন। সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ১৪ অক্টোবর তার চাকরির মেয়াদ শেষ হতো। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৪ আগস্ট ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

জনপ্রিয় সংবাদ

এবার নতুন পরিচয়ে বাইশ গজে যাত্রা শুরু আশরাফুলের

তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান।

এদিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খান যে কোনো সময় আত্মগোপন করতে পারেন। গত ২১ আগস্ট তাকসিম আহমেদ খানের বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। বর্তমানে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে নিষেধাজ্ঞা/স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক।

তাকসিম ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে যোগ দেন। সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ১৪ অক্টোবর তার চাকরির মেয়াদ শেষ হতো। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৪ আগস্ট ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।