ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে টাঙ্গাইলে দুই শিক্ষার্থী হত্যা এবং ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১১ৃ নভেম্বর) রাজ্জাককে তিন মামলায় আদালতে হাজির করা হয়। প্রতি মামলায় ৭ দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত প্রতি মামলায় পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাগুলো হলো—সদর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী মারুফ মিয়া হত্যা মামলা, মির্জাপুর থানায় দায়ের করা কলেজশিক্ষার্থী ইমন হত্যা মামলা ও শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় মধুপুর থানায় দায়ের করা মামলা।

আসামিপক্ষে জামিন শুনানি করেন টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামীমুল আক্তার শামীমসহ বেশ কয়েজন আইনজীবী। অন্যদিকে, কোর্ট ইন্সপেক্টর ছাড়াও রাষ্ট্রপক্ষে শুনানি করেন টাঙ্গাইলের সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন।

পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন আত্মস্বীকৃত খুনি। তাকে আদালতে তোলা হলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। বিচারকরা শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রতিটি মামলায় তাকে পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড দেন। আমরা তার ফাঁসির দাবি করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে টাঙ্গাইলে দুই শিক্ষার্থী হত্যা এবং ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১১ৃ নভেম্বর) রাজ্জাককে তিন মামলায় আদালতে হাজির করা হয়। প্রতি মামলায় ৭ দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত প্রতি মামলায় পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাগুলো হলো—সদর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী মারুফ মিয়া হত্যা মামলা, মির্জাপুর থানায় দায়ের করা কলেজশিক্ষার্থী ইমন হত্যা মামলা ও শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় মধুপুর থানায় দায়ের করা মামলা।

আসামিপক্ষে জামিন শুনানি করেন টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামীমুল আক্তার শামীমসহ বেশ কয়েজন আইনজীবী। অন্যদিকে, কোর্ট ইন্সপেক্টর ছাড়াও রাষ্ট্রপক্ষে শুনানি করেন টাঙ্গাইলের সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন।

পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন আত্মস্বীকৃত খুনি। তাকে আদালতে তোলা হলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। বিচারকরা শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রতিটি মামলায় তাকে পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড দেন। আমরা তার ফাঁসির দাবি করছি।