ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট বোনের স্বামী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে আব্দুল কাদির গ্রেপ্তার হন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সন্ধ্যা ৬টার দিকে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা নিজেদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে ও আন্দোলনকারীদের মারধর করে। আসামিরা হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান গুরুতর আহত হন।

সেসময় অন্য আসামিরা বদিউজ্জামানের ব্যবহৃত ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি লুট করে নিয়ে যায়। বদিউজ্জামানকে আশঙ্কাজন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম রয়েছে। নাম না জানা আসামি করা হয় দেড়শ জনকে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট বোনের স্বামী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে আব্দুল কাদির গ্রেপ্তার হন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সন্ধ্যা ৬টার দিকে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা নিজেদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে ও আন্দোলনকারীদের মারধর করে। আসামিরা হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান গুরুতর আহত হন।

সেসময় অন্য আসামিরা বদিউজ্জামানের ব্যবহৃত ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি লুট করে নিয়ে যায়। বদিউজ্জামানকে আশঙ্কাজন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম রয়েছে। নাম না জানা আসামি করা হয় দেড়শ জনকে।