ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আলেম সমাজের ঐক্যের প্রয়োজন : নেছারাবাদের পীর

বাগেরহাটে সর্বদলীয় আলেম-ওলামাদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে নেছারাবাদের পীর এনএস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেছেন, “৫ আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে, সেটা রাষ্ট্র বা বিশেষ কোনো শক্তি দেয়নি, বরং ছাত্র ও জনগণের আন্দোলনের ফলেই এসেছে।” তিনি দাবি করেন, সরকার পরিবর্তন হলেও বিগত সরকারের দোসররা এখনও বিভিন্ন খাতে দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে। তিনি দেশে শান্তি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

শনিবার  (৯ অক্টোবর)বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান আরও বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, বরং সবার। তাই ইসলামের জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি সবাইকে কোরআন-সুন্নাহর অনুসারী হয়ে ইসলামের পথে চলার আহ্বান জানান।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন মাধবকাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ, ফলপট্টি জামে মসজিদের খতিব মাওলানা শাহাজান আলীসহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের আলেমরা।

সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

৫ আগস্টের আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আলেম সমাজের ঐক্যের প্রয়োজন : নেছারাবাদের পীর

আপডেট সময় ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বাগেরহাটে সর্বদলীয় আলেম-ওলামাদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে নেছারাবাদের পীর এনএস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেছেন, “৫ আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে, সেটা রাষ্ট্র বা বিশেষ কোনো শক্তি দেয়নি, বরং ছাত্র ও জনগণের আন্দোলনের ফলেই এসেছে।” তিনি দাবি করেন, সরকার পরিবর্তন হলেও বিগত সরকারের দোসররা এখনও বিভিন্ন খাতে দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে। তিনি দেশে শান্তি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

শনিবার  (৯ অক্টোবর)বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান আরও বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, বরং সবার। তাই ইসলামের জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি সবাইকে কোরআন-সুন্নাহর অনুসারী হয়ে ইসলামের পথে চলার আহ্বান জানান।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন মাধবকাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ, ফলপট্টি জামে মসজিদের খতিব মাওলানা শাহাজান আলীসহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের আলেমরা।

সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।