ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।

আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা।

এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।

নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনাস্থলের এক দোকানদার বলেন, ‘গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যদিও বর্তমানে তারা বিএনপির একটি গ্রুপের সাথে রাজনীতি করছে।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০২:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।

আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা।

এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।

নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনাস্থলের এক দোকানদার বলেন, ‘গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যদিও বর্তমানে তারা বিএনপির একটি গ্রুপের সাথে রাজনীতি করছে।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।