দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১২ বোতল ভারতীয় মদসহ গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পৌরসভার ১নং ওয়ার্ড শ্রীধরপুর একটি টিন সেডের ভাড়া বাসায় বিপুল পরিমাণ ভারতীয় মদ গাঁজা নিয়মিত বিক্রি হয়।
সংবাদের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাত ২টায় ওসি লুৎফর রহমানের নেতৃত্বে এসআই শৈবাল বড়ুয়া, এসআই মোবারক হোসেন ও এএসআই হাসানসহ পুলিশের একটি টিম অভিযান করে মদ গাঁজা উদ্ধার করে একজনকে আটক করে নিয়ে আসে। আটককৃত সাগর (২৮) ফেনী পৌরসভার সহদেবপুর মাস্টার পাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১২ বোতল ভারতীয় মদ ও ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে একজনকে আটক করে থানায় নিয়ে আসি। আটককৃতকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হবে।