ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ের ১০০ বছর পূর্তিতে তাপস শীলের ১০০ কিমি ম্যারাথন

বিদ্যালয়ের ১০০ বছর পূর্তিতে তাপস শীলের ১০০ কিমি ম্যারাথন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐ‌তিহ‌্যবাহী দিয়াবাড়ী উচ্চ বিদ‌্যাল‌য়ের ১০০বছর পূ‌র্তিতে ১০০‌কি‌লো‌মিটারের এ ম‌্যারাথন দৌড় সম্পন্ন করেন বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষার্থী তাপস কুমার শীল।

গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপুরের  আয়রনম্যান খ্যাত তাপস শীল দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঝিটকা বাজার, কলতা বাজার, বাঠিমুড়ি বাজার , বেউথা, বেতিলা, হরিরামপুর, লেছড়াগঞ্জ, লাউতা হয়ে দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ করেন। ১০০ কি‌লো‌মিটার ম‌্যারাথনে তাপস শীল সময় নেন ১৮ ঘন্টা ৩২ মি‌নিট ।

তাপস শীল বলেন, এ অর্জন বিদ‌্যাল‌য়ের সা‌থে সম্পকৃত সবার। বিদ‌্যাল‌য়ে ই‌তিহা‌সের অংশ হ‌তে পে‌রে আমি গ‌র্বিত।

উল্লেখ্য, সম্প্রতি তিনি মেরিন ড্রাইভ আল্ট্রা সিজন-৩ এর ১০০কিলোমিটার ম্যারাথন সফলতার সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিজয়ের ৫২ বছরে ৫২ কিলোমিটার ম্যারাথন, খুলনা হাফ ম্যারাথন, রান বাংলার ১০কে, ইউসিআর ম্যারাথন সহ অসংখ্য ম্যারাথনে অংশগ্রহণ করেন।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯৫, লেবাননে ৪৫

বিদ্যালয়ের ১০০ বছর পূর্তিতে তাপস শীলের ১০০ কিমি ম্যারাথন

আপডেট সময় ০২:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐ‌তিহ‌্যবাহী দিয়াবাড়ী উচ্চ বিদ‌্যাল‌য়ের ১০০বছর পূ‌র্তিতে ১০০‌কি‌লো‌মিটারের এ ম‌্যারাথন দৌড় সম্পন্ন করেন বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষার্থী তাপস কুমার শীল।

গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপুরের  আয়রনম্যান খ্যাত তাপস শীল দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঝিটকা বাজার, কলতা বাজার, বাঠিমুড়ি বাজার , বেউথা, বেতিলা, হরিরামপুর, লেছড়াগঞ্জ, লাউতা হয়ে দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ করেন। ১০০ কি‌লো‌মিটার ম‌্যারাথনে তাপস শীল সময় নেন ১৮ ঘন্টা ৩২ মি‌নিট ।

তাপস শীল বলেন, এ অর্জন বিদ‌্যাল‌য়ের সা‌থে সম্পকৃত সবার। বিদ‌্যাল‌য়ে ই‌তিহা‌সের অংশ হ‌তে পে‌রে আমি গ‌র্বিত।

উল্লেখ্য, সম্প্রতি তিনি মেরিন ড্রাইভ আল্ট্রা সিজন-৩ এর ১০০কিলোমিটার ম্যারাথন সফলতার সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিজয়ের ৫২ বছরে ৫২ কিলোমিটার ম্যারাথন, খুলনা হাফ ম্যারাথন, রান বাংলার ১০কে, ইউসিআর ম্যারাথন সহ অসংখ্য ম্যারাথনে অংশগ্রহণ করেন।