ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

ববিতে “অস্থির জুনিয়র রম্য” বিতর্ক অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কতৃক ভিন্নধর্মী রম্য বিতর্ক অস্থির জুনিয়র বিতর্ক আয়োজিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্কের আয়োজন করা হয়।

এ সময় বিতার্কিক হিসাবে ছিলেন তৈলাক্ত জুনিয়র, আতেন জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়র।

ছ্যাকা খাওয়া জুনিয়র নাফিস আহমেদ তার চরিত্র বর্ণানায় খেয়েছেন একাধিক ছ্যাকা। তবে তিনি থেমে যাননি প্রতিবারই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নতুন রুপে। তার শিকারে বাদ যায়নি সিনিয়র আপুও।

রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস’র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।

জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

ববিতে “অস্থির জুনিয়র রম্য” বিতর্ক অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কতৃক ভিন্নধর্মী রম্য বিতর্ক অস্থির জুনিয়র বিতর্ক আয়োজিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্কের আয়োজন করা হয়।

এ সময় বিতার্কিক হিসাবে ছিলেন তৈলাক্ত জুনিয়র, আতেন জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়র।

ছ্যাকা খাওয়া জুনিয়র নাফিস আহমেদ তার চরিত্র বর্ণানায় খেয়েছেন একাধিক ছ্যাকা। তবে তিনি থেমে যাননি প্রতিবারই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নতুন রুপে। তার শিকারে বাদ যায়নি সিনিয়র আপুও।

রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস’র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।