বগুড়ার শাজাহানপুরে বিএনপি নেতা হাফিজার রহমান কাজল ও মেম্বার জিয়া বিরুদ্ধে এক লক্ষ চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় (২৯ অক্টোবর) উপজেলার বীরগ্রামে কৃষক কুরবান আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত হাফিজার রহমান কাজল খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি নেতা জিয়াউর রহমান খরনা ইউপি সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম মৌজায় আমাদের ১৬শতক পৈত্রিক জমিতে দোকান ঘর নির্মাণ করতে ধরলে বিএনপি নেতা হাফিজার রহমান কাজল ও মেম্বার জিয়া আমার কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করা অভিযোগ করেন।
বীরগ্রামের কুরবান আলী জানান, আমার গ্রামের খেটে খাওয়া কৃষক মানুষ। দীর্ঘ বছর ধরে পৈত্রিক সম্পত্তি ভোগদখল করে আসছি।আমাদের জমিতে নির্মাণ কাজ করতে গেলে বিএনপির পরিচয় দিয়ে কাজল ও জিয়া ১ লক্ষ টাকা চাঁদাদাবি ও মারার হুমকি দিচ্ছে। আমরা ন্যায় বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজার রহমান কাজল বলেন, এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না। শত্রুতা করে আমাকে জড়ানো হচ্ছে।
খরনা ইউপি সদস্য জিয়াউর রহমান চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।বরং তাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা ছিল। আমাকে অভিযোগ দেওয়ায় বিষয়টি সমাধান করতে গেলে আমাকে মারধর করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।তবে তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।