ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩ Logo এই সময় -কে সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মির্জা ফখরুল-অনমিত্রের ছবি প্রকাশ Logo ডেঙ্গুতে আক্রান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি Logo জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ Logo বিএনপি ভারতমুখী হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব: নাসীরুদ্দীন Logo গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির Logo জামায়াতকে আর মাথায় উঠতে দেব না, ভারতীয় মিডিয়াকে মির্জা ফখরুল Logo নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াতের Logo তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর চাকসু নির্বাচন Logo ছাত্র সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

স্ত্রীকে জবাই ও মাকে কুপিয়েছে যুবলীগ নেতা

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 210

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যা ও মাকে কুপিয়ে আহত করেছে এক যুবলীগ নেতা।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় নাসির চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী উপজেলার বৈলতলী এলাকার শফিক উল্লাহের মেয়ে বিউটি আক্তার (৩৩) । ঘাতক স্বামীর নাম জমির উদ্দিন। তিনি উপজেলার সৈয়দাবাদ এলাকার নাসির চৌধুরীর ছেলে। এ ছাড়াও তিনি উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। আহত মায়ের নাম শামসুন নাহার (৮০)।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল উপস্থিত হলে আসামি তার মায়ের গলায় ছুরি ধরে- তাকে আটক করা হলে মাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরে প্রায় ৫ ঘণ্টা আসামির বাড়ি ঘিরে রেখে রাত ৯টার দিকে প্রথমে মাকে উদ্ধার করে, পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত মা শামসুন নাহারকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঘাতক স্বামী জমির উদ্দিন চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে স্ত্রীকে নিজ রুমে নিয়ে মারধর করতে থাকে। মা বাঁধা প্রদান করলে মা ও স্ত্রীকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে স্ত্রীকে জবাই করে হত্যা করে, মাকে মাথায় ও হাতে কুপিয়ে আহত করে। এলাকাবাসীর দাবি, ঘাতক জমির কয়েক মাস যাবৎ মানসিক সমস্যায় ভুগছে।

চন্দনাইশ থানার ওসি হোসাইন আল ইমরান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, দীর্ঘক্ষণ চেষ্টা করে অবরুদ্ধ মাকে উদ্ধার, আসামি আটক ও লাশ উদ্ধার করি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩

স্ত্রীকে জবাই ও মাকে কুপিয়েছে যুবলীগ নেতা

আপডেট সময় ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যা ও মাকে কুপিয়ে আহত করেছে এক যুবলীগ নেতা।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় নাসির চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী উপজেলার বৈলতলী এলাকার শফিক উল্লাহের মেয়ে বিউটি আক্তার (৩৩) । ঘাতক স্বামীর নাম জমির উদ্দিন। তিনি উপজেলার সৈয়দাবাদ এলাকার নাসির চৌধুরীর ছেলে। এ ছাড়াও তিনি উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। আহত মায়ের নাম শামসুন নাহার (৮০)।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল উপস্থিত হলে আসামি তার মায়ের গলায় ছুরি ধরে- তাকে আটক করা হলে মাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরে প্রায় ৫ ঘণ্টা আসামির বাড়ি ঘিরে রেখে রাত ৯টার দিকে প্রথমে মাকে উদ্ধার করে, পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত মা শামসুন নাহারকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঘাতক স্বামী জমির উদ্দিন চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে স্ত্রীকে নিজ রুমে নিয়ে মারধর করতে থাকে। মা বাঁধা প্রদান করলে মা ও স্ত্রীকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে স্ত্রীকে জবাই করে হত্যা করে, মাকে মাথায় ও হাতে কুপিয়ে আহত করে। এলাকাবাসীর দাবি, ঘাতক জমির কয়েক মাস যাবৎ মানসিক সমস্যায় ভুগছে।

চন্দনাইশ থানার ওসি হোসাইন আল ইমরান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, দীর্ঘক্ষণ চেষ্টা করে অবরুদ্ধ মাকে উদ্ধার, আসামি আটক ও লাশ উদ্ধার করি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।