ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত Logo ডাকাতির চেষ্টায় গণপিটুনির শিকার সেই বিএনপি নেতা বহিষ্কার Logo জবির আইইআর-এ র‌্যাগিং, ১০ দিনেও উদ্যোগহীন পরিচালক; আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন : সিইসি Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা Logo সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন Logo আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের আলোচনা সভা Logo আগামীর সংবিধানে ইসলামী শ্রমনীতি অন্তর্ভুক্তির বিকল্প নেই Logo চাঁদা না পেয়ে গাজীপুরের পোশাক শ্রমিককে পেটাল ছাত্রদল নেতা Logo সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

স্ত্রীকে হত্যা পর মাটিচাপা দিলেন স্বামী,নিখোঁজ খবর প্রচার

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • 227

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় আইরিন আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আইরিন ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে প্রচার করেন স্বামী সেলিম মিয়া।

গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার উপজেলা সদরের দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি মেয়ে আছে।

প্রায় ৯ বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সঙ্গে আইরিনের বিয়ে হয়।

স্থানীয়রা বলেন, দুপুরে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়িসংলগ্ন নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাটিচাপা দেওয়া লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে ওই গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরপরই সেলিম পালিয়ে যান। যৌতুক ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে আইরিনকে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হত্যার পর বাড়িসংলগ্ন খালপাড়ে মাটিচাপা দেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আইরিনের মা ছায়েরা খাতুন জানায়, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম মুঠোফোনে কল দিয়ে জানায়, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর ওই দিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানায়, এ ঘটনায় শ্বশুর, শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে হত্যা মামলায় দেখা হয়।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

স্ত্রীকে হত্যা পর মাটিচাপা দিলেন স্বামী,নিখোঁজ খবর প্রচার

আপডেট সময় ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় আইরিন আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আইরিন ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে প্রচার করেন স্বামী সেলিম মিয়া।

গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার উপজেলা সদরের দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি মেয়ে আছে।

প্রায় ৯ বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সঙ্গে আইরিনের বিয়ে হয়।

স্থানীয়রা বলেন, দুপুরে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়িসংলগ্ন নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাটিচাপা দেওয়া লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে ওই গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরপরই সেলিম পালিয়ে যান। যৌতুক ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে আইরিনকে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হত্যার পর বাড়িসংলগ্ন খালপাড়ে মাটিচাপা দেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আইরিনের মা ছায়েরা খাতুন জানায়, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম মুঠোফোনে কল দিয়ে জানায়, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর ওই দিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানায়, এ ঘটনায় শ্বশুর, শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে হত্যা মামলায় দেখা হয়।