ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’ Logo নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ Logo হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী কে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দিল ছাত্রশিবির Logo পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী Logo বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বর্ষণের আভাস Logo যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে Logo বিএনপি ভাঙার মিশন:জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে এনায়েত Logo চুয়াডাঙ্গায় পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা Logo যারা হাসিনার সঙ্গে আঁতাত করে চলছিলো তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Logo কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন
মেজর লিগ সকারের (এমএলএস) কাপ

প্লে-অফে জয় দিয়ে শুভ সূচনা মায়ামির

  • লিমন হোসেন
  • আপডেট সময় ১০:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 197

ইন্টার মায়ামি ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) কাপ প্লে-অফের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা।

এর আগে প্রথম পর্বের এই রাউন্ডটি সেরা তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম লেগে লিওনেল মেসির দল লুইস সুয়ারেজ এবং জর্দি আলবার গোলে তিন ম্যাচের সিরিজে ১-০ গোলে এগিয়ে গেল।

এখন যদি তারা ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। কিন্তু জয় না পেলেও তৃতীয় ও ভাগ্য নির্ধারনের ম্যাচটি আবারও ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬.৪৫ এ শুরু হওয়া ম্যাচে প্রথম সেকেন্ড থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। কেবল ৯০ সেকেন্ডের মাথায় লুইস সুয়ারেজের শট গোলপোস্টে পৌঁছে গেলে মিয়ামি ১-০ তে লিড নেয়। মেসি বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও আটলান্টা ইউনাইটেডের গোলরক্ষক ব্র্যাড গুজানের অনবদ্য সেভ তাদের আক্রমণ রুখে দেয়।

প্রথমার্ধের শেষ দিকে আটলান্টা ইউনাইটেডের খেলোয়াড় সাবা লবঝানিদজে একটি সুযোগ পেয়ে তা কাজে লাগান এবং স্কোরলাইন ১-১ এ নিয়ে আসেন। সারা মৌসুম জুড়ে হেরনসের জন্য চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত লবঝানিদজে এই গোলের মাধ্যমে আবারও নিজেদের ক্ষমতার প্রমাণ দেন।

গেমটি যখন ড্রতে শেষ হওয়ার পথে, তখন ইন্টার মিয়ামির ফুল-ব্যাক জর্দি আলবা আক্রমণে এগিয়ে এসে গোলপোস্টের পাশ থেকে একটি বাঁ-পায়ের দুর্দান্ত শট নেন যা টপ কর্নারে চলে যায়। এই নির্ণায়ক গোলটি গুজানের দারুণ সেভের পরেও হেরনদের জন্য ম্যাচ জেতানো শট হিসেবে দাঁড়ায়।

এই জয় ইন্টার মায়ামির জন্য প্লে-অফের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এখন দেখার পালা আটলান্টা ইউনাইটেডের মাঠে মেসির দল কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সক্ষম হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না’

মেজর লিগ সকারের (এমএলএস) কাপ

প্লে-অফে জয় দিয়ে শুভ সূচনা মায়ামির

আপডেট সময় ১০:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইন্টার মায়ামি ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) কাপ প্লে-অফের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা।

এর আগে প্রথম পর্বের এই রাউন্ডটি সেরা তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম লেগে লিওনেল মেসির দল লুইস সুয়ারেজ এবং জর্দি আলবার গোলে তিন ম্যাচের সিরিজে ১-০ গোলে এগিয়ে গেল।

এখন যদি তারা ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। কিন্তু জয় না পেলেও তৃতীয় ও ভাগ্য নির্ধারনের ম্যাচটি আবারও ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬.৪৫ এ শুরু হওয়া ম্যাচে প্রথম সেকেন্ড থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। কেবল ৯০ সেকেন্ডের মাথায় লুইস সুয়ারেজের শট গোলপোস্টে পৌঁছে গেলে মিয়ামি ১-০ তে লিড নেয়। মেসি বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও আটলান্টা ইউনাইটেডের গোলরক্ষক ব্র্যাড গুজানের অনবদ্য সেভ তাদের আক্রমণ রুখে দেয়।

প্রথমার্ধের শেষ দিকে আটলান্টা ইউনাইটেডের খেলোয়াড় সাবা লবঝানিদজে একটি সুযোগ পেয়ে তা কাজে লাগান এবং স্কোরলাইন ১-১ এ নিয়ে আসেন। সারা মৌসুম জুড়ে হেরনসের জন্য চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত লবঝানিদজে এই গোলের মাধ্যমে আবারও নিজেদের ক্ষমতার প্রমাণ দেন।

গেমটি যখন ড্রতে শেষ হওয়ার পথে, তখন ইন্টার মিয়ামির ফুল-ব্যাক জর্দি আলবা আক্রমণে এগিয়ে এসে গোলপোস্টের পাশ থেকে একটি বাঁ-পায়ের দুর্দান্ত শট নেন যা টপ কর্নারে চলে যায়। এই নির্ণায়ক গোলটি গুজানের দারুণ সেভের পরেও হেরনদের জন্য ম্যাচ জেতানো শট হিসেবে দাঁড়ায়।

এই জয় ইন্টার মায়ামির জন্য প্লে-অফের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এখন দেখার পালা আটলান্টা ইউনাইটেডের মাঠে মেসির দল কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সক্ষম হয়।