ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ভারত থেকে আসছে না গ্যাস

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 26

আজকের প্রত্রিকাগুলোর প্রধান প্রধান খবর:

প্রথম আলো:

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ

সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক
পদোন্নতি-পদায়নে অবৈধ লেনদেন বন্ধ। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন কর্মকর্তারা।
আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের পদোন্নতি, পদায়ন, বদলি, নিয়োগ, পুরস্কার ও শাস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে অবৈধ অর্থ লেনদেন হয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। ফলে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারত্বের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও বাহিনী পরিচালনায় স্বতন্ত্র কমিশন চান পুলিশ সদস্যরা।

পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আলোচনাগুলো উঠে এসেছে। এতে কর্মকর্তারা বলেছেন, পুলিশকে সেবামুখী করতে পেশাগত মূল্যায়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ ও পদোন্নতি-পদায়নে লেনদেন বন্ধ করতে হবে। সংস্কারের আগে সমস্যার মূলে যেতে হবে এবং সমাধান করতে হবে। পুলিশ কেন মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, সেই উত্তর খুঁজতে হবে। এ কাজগুলো সঠিকভাবে করতে পারলে পুলিশকে সত্যিকারের জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলা যাবে।

পুলিশ সদর দপ্তরে ১৫ অক্টোবর সংস্কার কমিশনের সঙ্গে ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) ময়নুল ইসলামসহ সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০–৬০ জন কর্মকর্তা অংশ নেন।

সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেনের নেতৃত্বে কমিশনের আটজন সদস্য উপস্থিত ছিলেন। কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি চূড়ান্ত না হওয়ায় বৈঠকে ছাত্র প্রতিনিধি ছিলেন না।

বৈঠকের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আলোচনার বিস্তারিত জানা যায়। বৈঠকের শুরুতে পুলিশের পক্ষ থেকে বাহিনীর বর্তমান অবস্থা ও সংস্কারের নানা দিক নিয়ে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেওয়া হয়। এরপর আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।

আলোচনার এক পর্যায়ে কমিশনের একজন সদস্য সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বিষয়ে কথা বলেন। এই বোর্ড পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে ওপরের পদগুলোতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়।

  • দেশরুপান্তর:
  • ভারত থেকে আসছে না গ্যাস
    গ্যাস আমদানির প্রকল্প
    গুণগতভাবে ভারতীয় এলএনজি নিম্নমানের
    বিশেষ ক্ষমতা আইনে টেন্ডার ছাড়াই আমদানি করতে চেয়েছিল বিগত আ.লীগ সরকার
    ভারত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুটি কারণে প্রকল্পটি বাতিল হচ্ছে। প্রথমত-ভারতীয় গ্যাসের গুণগত মান নিম্নমানের। দ্বিতীয়ত-বিশেষ ক্ষমতা আইনে টেন্ডার ছাড়াই বিগত আওয়ামী লীগ সরকার ওই গ্যাস আমদানি করতে চেয়েছিল।

বর্তমান সরকার আইনটি স্থগিত করে এর আওতায় প্রাথমিক চুক্তি হওয়া অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে বাতিল করেছে। ফলে এলএনজি আমদানির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে আপাতত গ্যাস পাইপলাইন নির্মাণের সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বর্তমানে বিদেশ থেকে জাহাজে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে এলএনজি আমদানির জন্য ২০২১ সালের ১৬ জুন ভারতীয় কোম্পানি এইচ-এনার্জির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে পেট্রোবাংলা। এর আগে ২০১৭ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি একই উদ্দেশ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সঙ্গে প্রথম এমওইউ স্বাক্ষর করেছিল।

 

বাংলাদেশ প্রতিদিন:

রোডম্যাপ নিয়ে বাড়ছে চাপ

বিএনপি, জামায়াতে ইসলামীসহ মাঠে সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছেনোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের আজ দুই মাস ১৮ দিন। এরই মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মাঠে সক্রিয় অন্য দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। দলগুলোর শীর্ষনেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রোডম্যাপ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় দলগুলো এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতিনির্ধারকরা।
কালের কন্ঠ:জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে নাhttps://www.kalerkantho.com/print-edition/first-page/2024/10/26/1439211
‘মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব কিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মুন্সীগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘এই ৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি রাজনৈতিক দল একমত হয়েছে। ফলে নতুন করে সংস্কারের গীতিকারের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে।

নয়াদিগন্ত:

হিজবুল্লাহর হামলায় ১০ ইসরাইলি সৈন্য নিহত
ইসরাইলি বিমান হামলায় ঘুমন্ত ৩ সাংবাদিকের প্রাণহানিলেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ২৪ ঘণ্টায় ১০ ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছে। গতকাল শুক্রবার আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় কমপক্ষে পাঁচজন ইসরাইলি সেনাসদস্য নিহত এবং ২৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবরে আরো বলা হয়, এর আগেও ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর গুলিতে পাঁচ সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরো পাঁচজন নিহত হলো।
এই পাঁচজন নিহতের বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের সাথে লড়াইয়ের সময় তারা নিহত হয়। এ সময় আরো ১৯ ইসরাইলি রিজার্ভ সেনাসদস্য আহত হয় বলেও জানানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এর মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্য সেনারা। প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। যার মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। যেটির সামনে দাঁড়িয়ে ছিলেন সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

যুগান্তর:

রেল যোগাযোগ বিপর্যস্ত যাত্রীদের চরম দুর্ভোগ
দিন পেরোতে না পেরোতেই আবার ট্রেন লাইনচ্যুত! বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেশনের বাইরে যাত্রীভর্তি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত সাতটি বগিসহ প্রায় দেড়শ গজ লাইন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। এতে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল প্রায় ১৩ ঘণ্টা। কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে যাত্রী, মালবাহী এবং স্পেশাল ভেজিটেবল ট্রেন। চরম দুর্ভোগে থাকা যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এই দীর্ঘ সময়ে খাবার, পানি, বিশ্রাম, টয়লেটসহ নানা সমস্যায় নারী-পুরুষ-শিশু যাত্রীদের দুর্ভোগ ছিল অসহনীয়।এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় কমলাপুর স্টেশনসংলগ্ন গোপীবাগ এলাকায় আরেকটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল ৭-৮ ঘণ্টা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। রেলওয়ে ডিটিও খায়রুল কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী তিন দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনায় পঞ্চগড়, ব্রহ্মপুত্র ও এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

দৈনিক সংগ্রাম:

স্বাধীন নির্বাচন কমিশন ও সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা সংকট সমাধানের উপায় হতে পারে
আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাবিত সংখ্যানুপাতিক নির্বাচন। এই প্রস্তাবনার চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে রাজনৈতিকদলগুলোর মধ্যে। এই ইতিবাচক দিকগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে কিভাবে সংখ্যানুপাতিক নির্বাচন হবে তা নিয়েও কথা হচ্ছে। কারণ দেশে এই নিয়মে কখনও নির্বাচন হয়নি।

গত ৯ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আনুপাতিক নির্বাচনের প্রস্তাব তুলে ধরা হয়েছে। দলটির পক্ষ থেকে রাষ্ট্রসংস্কারের নানা রূপরেখা তুলে ধরার সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার করে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের প্রস্তাব তুলে ধরা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে তাদের দলের লাভের কোনও বিষয় নয়, তারা গুরুত্ব দিচ্ছেন ‘দেশ-জাতির উপকারের’ দিকে। আমাদের প্রস্তাবের মাধ্যমে সুনির্দিষ্ট কোনও দলের আলাদা কোনও বেনিফিট পাওয়ার সুযোগ নেই। বরং কোনও একটি দল তাদের সাপোর্ট যতটুকুই থাকুক, তারা যদি আধা পার্সেন্ট ভোটও পেয়ে যায়, তাহলে সংসদে কমপক্ষে একটি আসন হলেও সে পাবে। তখন সংসদ হবে একটা কোয়ালিটি পার্লামেন্ট। এটা জনগণের চাহিদা পূরণের উপযুক্ত হবে বলে আমরা মনে করি। কারণ এখানে সত্যিকার অর্থেই জনগণের ভোটের রিফ্লেকশন হবে বলে মনে করি, বলেন জামায়াতে ইসলামীর আমীর।

মানবজমিন:

শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে
নিত্যপণ্যের বাজার লাগামহীন। দিশাহারা মানুষ। এমন প্রেক্ষাপটে মানুষকে কিছুটা স্বস্তি দিতে চাল, ভোজ্য তেল, চিনি, পিয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে তদারকি। গঠন করা হয়েছে টাস্কফোর্স। তারপরও ডিম ছাড়া অন্যান্য পণ্যগুলোর দাম কমছে না, উল্টো বাড়ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়। ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা পর্যন্ত বেড়েছে: ভোজ্য তেলের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও আমদানি-উভয় পর্যায়ে ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১৭ই অক্টোবর এনবিআর পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়। প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়।

সমকাল;

আ.লীগ নিষিদ্ধ হোক আমরা চাই না, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ‘সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিরকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। ছাত্রলীগ ছিলো আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি।’

তিনি শুক্রবার (২৫ অক্টোবর) করিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

করিমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কালবেলা:

ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের (২০২৪) গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনা পাশ কাটিয়ে যারাই ভিন্ন পথে হাঁটবেন, তাদের স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। এজন্য জামায়াত এবং অন্য দলগুলোকে ভিন্ন পথে হাঁটার চিন্তা না করারও আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার সকালে গাজীপুর নগরীর টেকনগপাড়ার একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে রাজনীতিবিদরা এই স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায়, রাজনীতিবিদদের সফল হতেই হবে। জাতির সঙ্গে দেওয়া সব কমিটমেন্ট অবশ্যই তাদের রক্ষা করতে হবে।

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, আমি আমার দলকে সতর্ক করছি এবং সব রাজনৈতিক দলকেও সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই। আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্ত করে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সে দাবি পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু হ্যাঁ, যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য কোনো কিছু নিয়ে আসে—সে ক্ষেত্রেও আমাদের লক্ষ্য থাকবে তাদের প্রতিহত করার।

ভারত থেকে আসছে না গ্যাস

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ

আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আজকের প্রত্রিকাগুলোর প্রধান প্রধান খবর:

প্রথম আলো:

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ

সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক
পদোন্নতি-পদায়নে অবৈধ লেনদেন বন্ধ। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন কর্মকর্তারা।
আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের পদোন্নতি, পদায়ন, বদলি, নিয়োগ, পুরস্কার ও শাস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে অবৈধ অর্থ লেনদেন হয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। ফলে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারত্বের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও বাহিনী পরিচালনায় স্বতন্ত্র কমিশন চান পুলিশ সদস্যরা।

পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আলোচনাগুলো উঠে এসেছে। এতে কর্মকর্তারা বলেছেন, পুলিশকে সেবামুখী করতে পেশাগত মূল্যায়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ ও পদোন্নতি-পদায়নে লেনদেন বন্ধ করতে হবে। সংস্কারের আগে সমস্যার মূলে যেতে হবে এবং সমাধান করতে হবে। পুলিশ কেন মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, সেই উত্তর খুঁজতে হবে। এ কাজগুলো সঠিকভাবে করতে পারলে পুলিশকে সত্যিকারের জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলা যাবে।

পুলিশ সদর দপ্তরে ১৫ অক্টোবর সংস্কার কমিশনের সঙ্গে ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) ময়নুল ইসলামসহ সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০–৬০ জন কর্মকর্তা অংশ নেন।

সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেনের নেতৃত্বে কমিশনের আটজন সদস্য উপস্থিত ছিলেন। কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি চূড়ান্ত না হওয়ায় বৈঠকে ছাত্র প্রতিনিধি ছিলেন না।

বৈঠকের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আলোচনার বিস্তারিত জানা যায়। বৈঠকের শুরুতে পুলিশের পক্ষ থেকে বাহিনীর বর্তমান অবস্থা ও সংস্কারের নানা দিক নিয়ে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেওয়া হয়। এরপর আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।

আলোচনার এক পর্যায়ে কমিশনের একজন সদস্য সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বিষয়ে কথা বলেন। এই বোর্ড পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে ওপরের পদগুলোতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়।

  • দেশরুপান্তর:
  • ভারত থেকে আসছে না গ্যাস
    গ্যাস আমদানির প্রকল্প
    গুণগতভাবে ভারতীয় এলএনজি নিম্নমানের
    বিশেষ ক্ষমতা আইনে টেন্ডার ছাড়াই আমদানি করতে চেয়েছিল বিগত আ.লীগ সরকার
    ভারত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুটি কারণে প্রকল্পটি বাতিল হচ্ছে। প্রথমত-ভারতীয় গ্যাসের গুণগত মান নিম্নমানের। দ্বিতীয়ত-বিশেষ ক্ষমতা আইনে টেন্ডার ছাড়াই বিগত আওয়ামী লীগ সরকার ওই গ্যাস আমদানি করতে চেয়েছিল।

বর্তমান সরকার আইনটি স্থগিত করে এর আওতায় প্রাথমিক চুক্তি হওয়া অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে বাতিল করেছে। ফলে এলএনজি আমদানির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে আপাতত গ্যাস পাইপলাইন নির্মাণের সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বর্তমানে বিদেশ থেকে জাহাজে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে এলএনজি আমদানির জন্য ২০২১ সালের ১৬ জুন ভারতীয় কোম্পানি এইচ-এনার্জির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে পেট্রোবাংলা। এর আগে ২০১৭ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি একই উদ্দেশ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সঙ্গে প্রথম এমওইউ স্বাক্ষর করেছিল।

 

বাংলাদেশ প্রতিদিন:

রোডম্যাপ নিয়ে বাড়ছে চাপ

বিএনপি, জামায়াতে ইসলামীসহ মাঠে সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছেনোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের আজ দুই মাস ১৮ দিন। এরই মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মাঠে সক্রিয় অন্য দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। দলগুলোর শীর্ষনেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রোডম্যাপ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় দলগুলো এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতিনির্ধারকরা।
কালের কন্ঠ:জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে নাhttps://www.kalerkantho.com/print-edition/first-page/2024/10/26/1439211
‘মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব কিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মুন্সীগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘এই ৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি রাজনৈতিক দল একমত হয়েছে। ফলে নতুন করে সংস্কারের গীতিকারের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে।

নয়াদিগন্ত:

হিজবুল্লাহর হামলায় ১০ ইসরাইলি সৈন্য নিহত
ইসরাইলি বিমান হামলায় ঘুমন্ত ৩ সাংবাদিকের প্রাণহানিলেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ২৪ ঘণ্টায় ১০ ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছে। গতকাল শুক্রবার আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় কমপক্ষে পাঁচজন ইসরাইলি সেনাসদস্য নিহত এবং ২৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবরে আরো বলা হয়, এর আগেও ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর গুলিতে পাঁচ সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরো পাঁচজন নিহত হলো।
এই পাঁচজন নিহতের বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের সাথে লড়াইয়ের সময় তারা নিহত হয়। এ সময় আরো ১৯ ইসরাইলি রিজার্ভ সেনাসদস্য আহত হয় বলেও জানানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এর মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্য সেনারা। প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। যার মধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। যেটির সামনে দাঁড়িয়ে ছিলেন সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

যুগান্তর:

রেল যোগাযোগ বিপর্যস্ত যাত্রীদের চরম দুর্ভোগ
দিন পেরোতে না পেরোতেই আবার ট্রেন লাইনচ্যুত! বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেশনের বাইরে যাত্রীভর্তি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত সাতটি বগিসহ প্রায় দেড়শ গজ লাইন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। এতে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল প্রায় ১৩ ঘণ্টা। কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে যাত্রী, মালবাহী এবং স্পেশাল ভেজিটেবল ট্রেন। চরম দুর্ভোগে থাকা যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এই দীর্ঘ সময়ে খাবার, পানি, বিশ্রাম, টয়লেটসহ নানা সমস্যায় নারী-পুরুষ-শিশু যাত্রীদের দুর্ভোগ ছিল অসহনীয়।এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় কমলাপুর স্টেশনসংলগ্ন গোপীবাগ এলাকায় আরেকটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল ৭-৮ ঘণ্টা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। রেলওয়ে ডিটিও খায়রুল কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী তিন দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনায় পঞ্চগড়, ব্রহ্মপুত্র ও এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

দৈনিক সংগ্রাম:

স্বাধীন নির্বাচন কমিশন ও সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা সংকট সমাধানের উপায় হতে পারে
আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাবিত সংখ্যানুপাতিক নির্বাচন। এই প্রস্তাবনার চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে রাজনৈতিকদলগুলোর মধ্যে। এই ইতিবাচক দিকগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে কিভাবে সংখ্যানুপাতিক নির্বাচন হবে তা নিয়েও কথা হচ্ছে। কারণ দেশে এই নিয়মে কখনও নির্বাচন হয়নি।

গত ৯ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আনুপাতিক নির্বাচনের প্রস্তাব তুলে ধরা হয়েছে। দলটির পক্ষ থেকে রাষ্ট্রসংস্কারের নানা রূপরেখা তুলে ধরার সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার করে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের প্রস্তাব তুলে ধরা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে তাদের দলের লাভের কোনও বিষয় নয়, তারা গুরুত্ব দিচ্ছেন ‘দেশ-জাতির উপকারের’ দিকে। আমাদের প্রস্তাবের মাধ্যমে সুনির্দিষ্ট কোনও দলের আলাদা কোনও বেনিফিট পাওয়ার সুযোগ নেই। বরং কোনও একটি দল তাদের সাপোর্ট যতটুকুই থাকুক, তারা যদি আধা পার্সেন্ট ভোটও পেয়ে যায়, তাহলে সংসদে কমপক্ষে একটি আসন হলেও সে পাবে। তখন সংসদ হবে একটা কোয়ালিটি পার্লামেন্ট। এটা জনগণের চাহিদা পূরণের উপযুক্ত হবে বলে আমরা মনে করি। কারণ এখানে সত্যিকার অর্থেই জনগণের ভোটের রিফ্লেকশন হবে বলে মনে করি, বলেন জামায়াতে ইসলামীর আমীর।

মানবজমিন:

শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে
নিত্যপণ্যের বাজার লাগামহীন। দিশাহারা মানুষ। এমন প্রেক্ষাপটে মানুষকে কিছুটা স্বস্তি দিতে চাল, ভোজ্য তেল, চিনি, পিয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে তদারকি। গঠন করা হয়েছে টাস্কফোর্স। তারপরও ডিম ছাড়া অন্যান্য পণ্যগুলোর দাম কমছে না, উল্টো বাড়ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়। ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা পর্যন্ত বেড়েছে: ভোজ্য তেলের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও আমদানি-উভয় পর্যায়ে ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১৭ই অক্টোবর এনবিআর পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়। প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়।

সমকাল;

আ.লীগ নিষিদ্ধ হোক আমরা চাই না, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ‘সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিরকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। ছাত্রলীগ ছিলো আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি।’

তিনি শুক্রবার (২৫ অক্টোবর) করিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

করিমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কালবেলা:

ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের (২০২৪) গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনা পাশ কাটিয়ে যারাই ভিন্ন পথে হাঁটবেন, তাদের স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। এজন্য জামায়াত এবং অন্য দলগুলোকে ভিন্ন পথে হাঁটার চিন্তা না করারও আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার সকালে গাজীপুর নগরীর টেকনগপাড়ার একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে রাজনীতিবিদরা এই স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায়, রাজনীতিবিদদের সফল হতেই হবে। জাতির সঙ্গে দেওয়া সব কমিটমেন্ট অবশ্যই তাদের রক্ষা করতে হবে।

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, আমি আমার দলকে সতর্ক করছি এবং সব রাজনৈতিক দলকেও সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই। আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্ত করে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সে দাবি পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু হ্যাঁ, যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য কোনো কিছু নিয়ে আসে—সে ক্ষেত্রেও আমাদের লক্ষ্য থাকবে তাদের প্রতিহত করার।