ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবশেষে কি দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক সারওয়ার ! Logo দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলে মিললো অর্ধগ’লি’ত লাশ Logo বিএনপি ড. ইউনূসের পদত্যাগের দাবি করেনি, এটি তার ব্যক্তিগত বিষয়: সালাউদ্দিন Logo কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে যুবককে আটক করেছে পুলিশ Logo কুষ্টিয়ায় কবর থেকে শহীদের মরদেহ উত্তোলনে বাধা Logo পশ্চিমাদের কৃষ্টি-কালচার মুসলমানদের দেশে আমদানী করারা স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন – হেফাজত নেতা Logo লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহের ওপর হামলা, নারীসহ আহত ৯ Logo ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর Logo বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টার দিকে এগোচ্ছে-সামান্তা শারমিন Logo ‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই’-উমামা ফাতেমা

নাটোরে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে আহত ২০

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়েরপন্থিদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়কে অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবশেষে কি দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক সারওয়ার !

নাটোরে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় ০৪:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়েরপন্থিদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়কে অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।