ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে ‘সাকিব ভক্তদের’ এবং ‘সাকিব বিরোধী’দের মধ্যে সংঘর্ষ

সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের আজ মিরপুরে ধাওয়া দিয়েছে সাকিব-বিরোধীরা। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

সাকিবের দেশে ফেরা ঠেকাতে গত কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন ‘সাকিব-বিরোধী’রা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক আন্দোলন ও বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে।

আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে আন্দোলন করেছে সাকিব আল হাসানের ভক্তরা। দুপুরে মিরপুর স্টেডিয়ামের সামনে নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্নভাবে স্লোগান দিচ্ছিলেন ‘সাকিবিয়ান’রা। সাকিবকে খেলার সুযোগ দিতে না পারলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।

এ সময় আশপাশে নিরাপত্তাকর্মীরাও ছিলেন। সাকিবিয়ানরা নিজেদের দাবি দাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলছিলেন। বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেন সাকিব-বিরোধীরা। এ সময় তারা সাকিবিয়ানদের অনেককেই মারধর করে।

হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়ে সাকিবিয়ানরা। তারা দৌড়ে দূরে চলে যায়। পরে আবার সংগঠিত হয়ে তারা আবার স্টেডিয়ামের সামনে ফিরে আসে। এ সময় মিরপুর এলাকার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

একটু পর সাকিব-বিরোধীরা আবার ছোট ছোট দলে জড়ো হয়ে ‘সাকিব ভূয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। সফররত দক্ষিণ আফ্রিকা দল এ সময় স্টেডিয়ামে অনুশীলন করছিল।

সাকিব বিরোধীদের হামলা সামলে সাকিবিয়ানরা পরে আবার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। এ সময় আবার তাদের ওপর চড়াও হয় সাকিব বিরোধীরা। এর মধ্যেই এক সাকিব ভক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সাংবাদিকদের ওই সাকিব ভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন।

স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সাকিবিয়ান ও সাকিব বিরোধীদের মধ্যে ঝামেলা চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল।

আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

মিরপুরে ‘সাকিব ভক্তদের’ এবং ‘সাকিব বিরোধী’দের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের আজ মিরপুরে ধাওয়া দিয়েছে সাকিব-বিরোধীরা। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

সাকিবের দেশে ফেরা ঠেকাতে গত কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন ‘সাকিব-বিরোধী’রা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক আন্দোলন ও বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে।

আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে আন্দোলন করেছে সাকিব আল হাসানের ভক্তরা। দুপুরে মিরপুর স্টেডিয়ামের সামনে নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্নভাবে স্লোগান দিচ্ছিলেন ‘সাকিবিয়ান’রা। সাকিবকে খেলার সুযোগ দিতে না পারলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।

এ সময় আশপাশে নিরাপত্তাকর্মীরাও ছিলেন। সাকিবিয়ানরা নিজেদের দাবি দাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলছিলেন। বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেন সাকিব-বিরোধীরা। এ সময় তারা সাকিবিয়ানদের অনেককেই মারধর করে।

হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়ে সাকিবিয়ানরা। তারা দৌড়ে দূরে চলে যায়। পরে আবার সংগঠিত হয়ে তারা আবার স্টেডিয়ামের সামনে ফিরে আসে। এ সময় মিরপুর এলাকার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

একটু পর সাকিব-বিরোধীরা আবার ছোট ছোট দলে জড়ো হয়ে ‘সাকিব ভূয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। সফররত দক্ষিণ আফ্রিকা দল এ সময় স্টেডিয়ামে অনুশীলন করছিল।

সাকিব বিরোধীদের হামলা সামলে সাকিবিয়ানরা পরে আবার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। এ সময় আবার তাদের ওপর চড়াও হয় সাকিব বিরোধীরা। এর মধ্যেই এক সাকিব ভক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সাংবাদিকদের ওই সাকিব ভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন।

স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সাকিবিয়ান ও সাকিব বিরোধীদের মধ্যে ঝামেলা চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল।