ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আপনারা না পারলে সিস্টেম ভেঙে নতুনদের নিয়োগ দেওয়া হবে’ Logo ‘মন্ত্রীর ছেলে মন্ত্রী আর এমপির ছেলে এমপি হবে, এটা চলতে দেওয়া হবে না’ Logo বিশ্ব দরবারে ছাত্র-জনতার আন্দোলন তুলে ধরল শিবির Logo গণঅভ্যুত্থানে আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান Logo জনগণ স্বৈরশাসক দেখতে চায় না: জামায়াত আমির Logo সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ‘বিশৃঙ্খলা এড়াতে সাকিবকে দেশে না ফিরতে অনুরোধ করা হয়েছিল’ Logo প্রজ্ঞাপন জারি করতে একদিনের আলটিমেটাম ৩৫ প্রত্যাশীদের Logo ‘কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী বিবেচিত হবেন’ Logo “দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”

শোরুম থেকে ট্রায়ালের কথা বলে বাইক নিয়ে উধাও হয়ে গেলেন যুবক

সাভারের আশুলিয়ায় একটি শো-রুম থেকে দরদাম করে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চলে গেছে এক যুবক। এ ঘটনায় সঙ্গে আসা দুজনকে আটক করা হলেও পরবর্তীতে মোটরসাইকেলের মূল্য পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর মধ্যপাড়া এলাকার ভাই ভাই মোটরস নামক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুম মালিক মো. হেলাল জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারে করে ৩ ব্যক্তি মোটরসাইকেল কেনার জন্য শোরুমে আসেন। এদের মধ্যে একজন শোরুমে ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকেন। পরে সিভিআর থাই মোটরসাইকেল পছন্দ করে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য রাস্তায় নামেন। এ সময় মোটরসাইকেল একটু ক্ষতিগস্ত হয়। পরে ফোন করে আরেকজনকে শোরুমে নিয়ে আসেন। এরপর তারা মোটরসাইকেলটি সাড়ে ৬ লাখ টাকা মিটিয়ে আবারও মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য বের হয়ে উধাও হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ পার হলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় সঙ্গে আসা প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করে রাখা হয়।

প্রাইভেটকারের চালক লেবু মিয়া বলেন, জিরাবো বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে আমাকে শোরুমে নিয়ে আসে। তার পরিচয় দিয়েছেন তার বাড়ি আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার মধ্যে টাকা আছে বলে জানায়। সেই টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয়ের কথা বলে শোরুমে নিয়ে আসেন। কিন্তু পরে ব্যাগ খুলে ভেতরে কোনো টাকা পাওয়া যায়নি। পরে সঙ্গে আসা বাকি দুজনকে আটকে মোটরসাইকেলের টাকা আদায় করে তাদের ছেড়ে দেয় শোরুম মালিক।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

‘আপনারা না পারলে সিস্টেম ভেঙে নতুনদের নিয়োগ দেওয়া হবে’

শোরুম থেকে ট্রায়ালের কথা বলে বাইক নিয়ে উধাও হয়ে গেলেন যুবক

আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সাভারের আশুলিয়ায় একটি শো-রুম থেকে দরদাম করে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চলে গেছে এক যুবক। এ ঘটনায় সঙ্গে আসা দুজনকে আটক করা হলেও পরবর্তীতে মোটরসাইকেলের মূল্য পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর মধ্যপাড়া এলাকার ভাই ভাই মোটরস নামক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুম মালিক মো. হেলাল জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারে করে ৩ ব্যক্তি মোটরসাইকেল কেনার জন্য শোরুমে আসেন। এদের মধ্যে একজন শোরুমে ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকেন। পরে সিভিআর থাই মোটরসাইকেল পছন্দ করে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য রাস্তায় নামেন। এ সময় মোটরসাইকেল একটু ক্ষতিগস্ত হয়। পরে ফোন করে আরেকজনকে শোরুমে নিয়ে আসেন। এরপর তারা মোটরসাইকেলটি সাড়ে ৬ লাখ টাকা মিটিয়ে আবারও মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য বের হয়ে উধাও হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ পার হলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় সঙ্গে আসা প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করে রাখা হয়।

প্রাইভেটকারের চালক লেবু মিয়া বলেন, জিরাবো বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে আমাকে শোরুমে নিয়ে আসে। তার পরিচয় দিয়েছেন তার বাড়ি আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার মধ্যে টাকা আছে বলে জানায়। সেই টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয়ের কথা বলে শোরুমে নিয়ে আসেন। কিন্তু পরে ব্যাগ খুলে ভেতরে কোনো টাকা পাওয়া যায়নি। পরে সঙ্গে আসা বাকি দুজনকে আটকে মোটরসাইকেলের টাকা আদায় করে তাদের ছেড়ে দেয় শোরুম মালিক।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।