যশোর জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল(১৮ অক্টোবর ) সাড়ে ৮ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন বাছাইকৃতকর্মীবেশে ।
রাকিব হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকটি কর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক–সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তার বক্তব্যে আরোও বলেন, শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক ও যশোর অঞ্চলের পরিচালক সালাহ উদ্দীন।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ,যশোর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর আঃ আজীজ,শিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনির হোসেন,যশোর জেলা পূর্বের সাবেক সভাপতি উবাদুল্লাহ, ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
উক্ত বাছাইকৃত কর্মী সমাবেশে পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পূর্বের সেক্রেটারি আশিকুর রহমান।