বাংলাদেশের ক্রিকেটে বিতর্ক নতুন কিছু নয়, তবে এইবার সাকিব আল হাসানকে ঘিরে উত্তেজনা পৌঁছেছে এক নতুন মাত্রায়। মিরপুরে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভের ঝড় ওঠে। সাকিবকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা।
মিরপুরের ছাত্র-জনতা’ ব্যানারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। সেখানে দাবি তোলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দলে সাকিব আল হাসানকে রাখা যাবে না।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্রীয় পরিবর্তনের অংশ হিসেবে বিসিবির নেতৃত্বে ফারুক আহমেদের আসীন হওয়া। এতে ফ্যাসিবাদ দমনের আহ্বান জানিয়ে সাকিবকে জাতীয় দলে রাখাকে ‘ভোটচোর’ এবং ‘দুর্নীতিবাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সাকিবকে মাঠে নামানোর মাধ্যমে দেশের মর্যাদা ক্ষুণ্ন হবে।
বিক্ষোভকারীরা সরাসরি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মিরপুরে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, খেলার দিন মিরপুর এলাকা অবরোধ করা হবে এবং এ থেকে যে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় বিসিবি সভাপতিকেই নিতে হবে।
আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে’ স্লোগানে মুখরিত বিক্ষোভে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে কয়েকজন তরুণ ‘মিরপুর ব্লকেডের’ ডাক দেন। প্রতিনিধি আল মাসনূন বলেন, সাকিবের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ আন্দোলন আরও কঠোর হবে।
বাংলাদেশের ক্রিকেটে এমন বিতর্কের সৃষ্টি হওয়ায় সামনের ম্যাচগুলো নিয়ে সংশয় দেখা দিয়েছে, বিশেষ করে মিরপুর টেস্ট নিয়ে বিক্ষোভের প্রভাব বিসিবির জন্য উদ্বেগজনক হতে পারে।