ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার ঘোর না কাটতেই কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। সুইডেনের রাজধানী স্টকহোমে তিনি এমন কাণ্ড করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে রিয়াল মাদ্রিদকে পাশেই পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

গত জুনে পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পে রিয়ালে যোগ দেন। এখন পর্যন্ত এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রিয়াল। তবে বার্তা সংস্থা এএফপিকে ক্লাবটির একটি সূত্র বলেছে, এই ধর্ষণের অভিযোগ ‘খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি’। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরকে ‘ভুয়া’ দাবি করে এমবাপ্পে বলেছেন, এর সঙ্গে পিএসজির কাছে তার পাওনা অর্থ নিয়ে চলমান মামলার সম্পর্ক থাকতে পারে।

গত ৯ অক্টোবর বন্ধুদের নিয়ে স্টকহোমে গিয়েছিলেন এমবাপ্পে। ১১ অক্টোবর তারা সেখান থেকে ফিরে আসেন। এরপরই স্টকহোম পুলিশের কাছে একজন নারী অভিযোগ করেন যে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এদিকে সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে তার বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর পাশাপাশি নৈশক্লাবে গিয়েছিলেন। তবে সুইডেনের এক কৌঁসুলি নিশ্চিত করেন, ধর্ষণের অভিযোগে এমবাপ্পের নাম তিনি উল্লেখ করেননি।

এদিকে গত মঙ্গলবার এমবাপ্পের আইনজীবী মারি-আলিক্স কানু-বের্নাদ এএফপিকে জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ায় তার মক্কেল হতবাক হয়ে পড়েছেন। তবে তিনি নিরুদ্বেগ আছেন। কারণ তিনি কোনো ভুল করেননি। পাশাপাশি আইনী ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এমবাপ্পে। আইনজীবীর কথায়, ‘কেউ এভাবে অপমানিত ও অপদস্থ হতে চাইবে না। এ কারণেই আমরা মানহানির অভিযোগ করব।’

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০১:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার ঘোর না কাটতেই কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। সুইডেনের রাজধানী স্টকহোমে তিনি এমন কাণ্ড করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে রিয়াল মাদ্রিদকে পাশেই পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

গত জুনে পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পে রিয়ালে যোগ দেন। এখন পর্যন্ত এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রিয়াল। তবে বার্তা সংস্থা এএফপিকে ক্লাবটির একটি সূত্র বলেছে, এই ধর্ষণের অভিযোগ ‘খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি’। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরকে ‘ভুয়া’ দাবি করে এমবাপ্পে বলেছেন, এর সঙ্গে পিএসজির কাছে তার পাওনা অর্থ নিয়ে চলমান মামলার সম্পর্ক থাকতে পারে।

গত ৯ অক্টোবর বন্ধুদের নিয়ে স্টকহোমে গিয়েছিলেন এমবাপ্পে। ১১ অক্টোবর তারা সেখান থেকে ফিরে আসেন। এরপরই স্টকহোম পুলিশের কাছে একজন নারী অভিযোগ করেন যে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এদিকে সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে তার বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর পাশাপাশি নৈশক্লাবে গিয়েছিলেন। তবে সুইডেনের এক কৌঁসুলি নিশ্চিত করেন, ধর্ষণের অভিযোগে এমবাপ্পের নাম তিনি উল্লেখ করেননি।

এদিকে গত মঙ্গলবার এমবাপ্পের আইনজীবী মারি-আলিক্স কানু-বের্নাদ এএফপিকে জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ায় তার মক্কেল হতবাক হয়ে পড়েছেন। তবে তিনি নিরুদ্বেগ আছেন। কারণ তিনি কোনো ভুল করেননি। পাশাপাশি আইনী ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এমবাপ্পে। আইনজীবীর কথায়, ‘কেউ এভাবে অপমানিত ও অপদস্থ হতে চাইবে না। এ কারণেই আমরা মানহানির অভিযোগ করব।’