ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

সীমান্ত থেকে বাংলাদেশিকে তুলে নিয়ে গেল বিএসএফ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 0 Views

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে তুলে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত হোছন আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ বলে জানা গেছে। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

পারিবার সূত্র জানায়, ভারত সীমান্তের পাশে গরু চড়াচ্ছিল হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক আয়োজনের কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

সীমান্ত থেকে বাংলাদেশিকে তুলে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে তুলে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত হোছন আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ বলে জানা গেছে। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

পারিবার সূত্র জানায়, ভারত সীমান্তের পাশে গরু চড়াচ্ছিল হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক আয়োজনের কথা রয়েছে।