বাগেরহাটের ফকিরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের চারুকলা বিভাগের প্রভাষক সুকুমার বাগচীকে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক বৈঠকের পর কলেজের অধ্যক্ষ মো. মুসা হোসাইন খান এই বরখাস্তের ঘোষণা দেন। বৈঠকে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রভাষক সুকুমার বাগচীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তিনি গত ২৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির এক ক্লাসে ইসলাম ধর্ম, মহানবী (সা.), ইসলামে পর্দা ও আরব দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন। এই ঘটনায় কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে।
বিক্ষুব্ধ জনতা প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানায় এবং থানা পুলিশের কাছে ধর্ম অবমাননার মামলা করা হয়। সুকুমার বাগচী বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ প্রভাষক বাগচীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। এছাড়া ইসলামী আন্দোলন ফকিরহাট শাখা শিক্ষার্থী-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিল করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ধর্ম অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।