ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ Logo মন্ত্রীকে বশ করতে নিজ বান্ধবীর সঙ্গে বিয়ে দেন কিবরিয়া Logo আলামিন হত্যা মামলায় আনিসুল হক ২ দিনের রিমান্ডে Logo পূজায় টানা ছুটির পর আজ খুলছে অফিস-আদালত Logo বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে স্কুল ছাত্রদের আমপারা মুখস্তকরণ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন Logo মেয়ে কথা না শোনায় কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিল বাবা Logo ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও ৫২ ফিলিস্তিনি Logo কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ৩, আহত ২০ Logo ড্রাফটের আগে যাদের দলে ভিরালো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা

মেয়ে কথা না শোনায় কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিল বাবা

ঘাতক,নরপশু তাউজুল ইসলাম

কুমিল্লা সদর দক্ষিণে কথা না শোনায় মারিয়া সুলতানা নামে ৬ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিয়েছেন পাষণ্ড বাবা।

ঘটনায় অভিযুক্ত বাবা তাজুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।

ওসি বলেন , বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার নির্ভয়পুর গ্রামে পুলিশ পাঠানো হয়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের গ্রাম আকাশীবাগান থেকে মাটিচাপা দেওয়া মারিয়াকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একমাত্র সন্তান মারিয়াসহ ধানের জমিতে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি কাজের কথা বলেন তিনি। সে কথা না শুনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত সময়ের মধ্যে মেয়েকে নিয়ে বাবা পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আকাশীবাগান গ্রামে মাটিচাপা দিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের প্রচার চালান।

পরে ঘটনার আসল তথ্যটি তাজুল তার ভাইকে জানায়, ভাইয়ের মাধ্যমে এলাকার সবার কাছে জানাজানি হয়।সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটককৃত তাজুল ইসলাম ও নিহত মারিয়ার মরদেহ সদর দক্ষিণ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত তাজুলকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ

মেয়ে কথা না শোনায় কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিল বাবা

আপডেট সময় ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কুমিল্লা সদর দক্ষিণে কথা না শোনায় মারিয়া সুলতানা নামে ৬ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিয়েছেন পাষণ্ড বাবা।

ঘটনায় অভিযুক্ত বাবা তাজুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।

ওসি বলেন , বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার নির্ভয়পুর গ্রামে পুলিশ পাঠানো হয়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের গ্রাম আকাশীবাগান থেকে মাটিচাপা দেওয়া মারিয়াকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একমাত্র সন্তান মারিয়াসহ ধানের জমিতে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি কাজের কথা বলেন তিনি। সে কথা না শুনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত সময়ের মধ্যে মেয়েকে নিয়ে বাবা পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আকাশীবাগান গ্রামে মাটিচাপা দিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের প্রচার চালান।

পরে ঘটনার আসল তথ্যটি তাজুল তার ভাইকে জানায়, ভাইয়ের মাধ্যমে এলাকার সবার কাছে জানাজানি হয়।সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটককৃত তাজুল ইসলাম ও নিহত মারিয়ার মরদেহ সদর দক্ষিণ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত তাজুলকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।