ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি, ৪৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি, ৪৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

নোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এরপর ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়। রোববার (১৩ অক্টোবর) সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে তা দুটি এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আজ প্রথম দিন। ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। বড় ইলিশ উৎপাদন হলে যারা এখন ইলিশ আহরণে সম্পৃক্ত তারাই সেই সময়ে লাভবান হবেন।

ভারতে ২৪২০ টন অনুমোদনের বিপরীতে ইলিশ গেছে ৫৩৩ টন

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি, ৪৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

আপডেট সময় ০৬:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এরপর ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়। রোববার (১৩ অক্টোবর) সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে তা দুটি এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আজ প্রথম দিন। ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। বড় ইলিশ উৎপাদন হলে যারা এখন ইলিশ আহরণে সম্পৃক্ত তারাই সেই সময়ে লাভবান হবেন।