ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: নাহিদ ইসলাম

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে। ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে।

যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনো অবহেলিত। তিনি বলেন, অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে একহয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ ও আহতদের স্মরণে ‘এসবিপি’র দোয়া ও আলোচনা সভা

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে। ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে।

যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনো অবহেলিত। তিনি বলেন, অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে একহয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।