ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জানুয়ারিতে দেশে ফিরতে পারেন তারেক রহমান

প্রায় ১৭ বছর আগে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছেড়ে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের পালাবদলের পর নির্বাসন থেকে তার দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসছে জানুয়ারিতে তারেকের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন, তা নিয়েও আলোচনা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও। এর মধ্যে ভার্চুয়ালি বিএনপির সমাবেশগুলোয় যুক্ত হয়েছেন। বর্তমান সরকারকে সমর্থন, তাদের সংস্কার উদ্যোগ ও বিএনপির পরিকল্পনা নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি।

তবে তারেক রহমানের দেশে ফেরার পথে কাঁটা হয়ে আছে বিগত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। এর মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছে বিএনপি। অন্যদিকে আইনি পথে মামলা মোকাবিলার কথাও বলেছেন বিএনপি নেতা ও আইনজীবীরা, যাতে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিএনপির একাধিক নেতা বলেন, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ঢাকা ফেরার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা দলটির এক নেতা বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করবেন।’

বিএনপির সঙ্গে রাজপথে সরকারবিরোধী আন্দোলনে শরিক একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা সম্প্রতি যুক্তরাজ্য সফর করেছেন। সেখানে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন। তার সঙ্গে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ওই নেতা বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তারেক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশে ফিরবেন তিনি। সেটা আগামী জানুয়ারি মাসে হতে পারে।’

ভারত থেকে আমদানির খবরে কমে গেছে ডিমের দাম

জানুয়ারিতে দেশে ফিরতে পারেন তারেক রহমান

আপডেট সময় ০১:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

প্রায় ১৭ বছর আগে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছেড়ে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের পালাবদলের পর নির্বাসন থেকে তার দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসছে জানুয়ারিতে তারেকের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন, তা নিয়েও আলোচনা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও। এর মধ্যে ভার্চুয়ালি বিএনপির সমাবেশগুলোয় যুক্ত হয়েছেন। বর্তমান সরকারকে সমর্থন, তাদের সংস্কার উদ্যোগ ও বিএনপির পরিকল্পনা নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি।

তবে তারেক রহমানের দেশে ফেরার পথে কাঁটা হয়ে আছে বিগত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। এর মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছে বিএনপি। অন্যদিকে আইনি পথে মামলা মোকাবিলার কথাও বলেছেন বিএনপি নেতা ও আইনজীবীরা, যাতে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিএনপির একাধিক নেতা বলেন, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ঢাকা ফেরার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা দলটির এক নেতা বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করবেন।’

বিএনপির সঙ্গে রাজপথে সরকারবিরোধী আন্দোলনে শরিক একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা সম্প্রতি যুক্তরাজ্য সফর করেছেন। সেখানে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন। তার সঙ্গে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ওই নেতা বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তারেক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশে ফিরবেন তিনি। সেটা আগামী জানুয়ারি মাসে হতে পারে।’