ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ ডাকসু নেতৃবৃন্দের Logo সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া Logo জামায়াত আমীরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই: মাহফুজ আলম Logo কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা Logo ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানোসহ নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য Logo এশিয়া কাপের ফাইনালে থাকছে বাংলাদেশও! Logo ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই Logo থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা চলছে Logo শেষ ওভারের নাটকীয়তায় রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

বিপিএলে পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।

দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ ডাকসু নেতৃবৃন্দের

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ও সর্বনিম্ন ১০ লাখ

আপডেট সময় ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ড্রাফটের একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ড্রাফটের আগে রিটেইন ও ডাইরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ ৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো। খেলোয়াড় ড্রাফট আগামী ১৪ অক্টোবর হবে বলে আগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ জন্য গতকাল সাত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সব মিলিয়ে দলে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে। এ ছাড়া ড্রাফটে থাকবে ৬টি ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা রাখা হয়েছে। জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ ও ‘এফ’ ক্যাটারগরির খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা করে।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। প্রতিবার বিপিএল শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। এবার গভর্নিং বডি বদলালেও দৃশ্যপটের পরিবর্তন হয়নি।

সর্বশেষ মৌসুমে খেলা ৩টি দল এবার অংশ নিচ্ছে না। সেখানে নতুন যাদের সুযোগ দিয়েছে বিসিবি এর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এখনো এন্ট্রি ফি পরিশোধ করেনি। আজ মিরপুরে সাতটি দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে সেটি স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখ। তার আগে আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে।