পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (১ ও ২ অক্টোবর) আইইই দিবস পালিত হয়েছে। ‘আইইইই ডে সিলেব্রেশন ২০২৪’ আয়োজন করে ‘আইইই পাস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ, আইইই পাস্ট এপি-এস ও আইইই বাংলাদেশ সেকশনের সম্মিলিত উদ্যোগে এ দিবসটি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে প্রথম দিন সকাল ৮.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে একটি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভ্য অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। প্রধান স্পিকার হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও আইইই এপি-এস এর প্রেসিডেন্ট ড. ব্রানি স্লাভ এম নটারোস। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন আইইই চ্যাপ্টার এর ড. অজয় পোদ্দার, ড. দেবাতোশ গুহ, ড. সেলিয়া শাহনাজ এবং ড. মোহাম্মদ মশিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু লোকবল চাই যারা কিছু ভিন্নধর্মী আইডিয়া দিবে ও ভিন্নধর্মী কাজ করবে। যেটা আমাদের দেশ এবং জাতীর জন্য মঙ্গলজনক হবে। অতএব, তোমাদের উচিৎ সঠিকভাবে ভাবা, তোমরা অনেক বড় স্বপ্ন দেখবা।
তিনি আরও বলেন, আমাদের তথ্য প্রযুক্তির বিষয়ে গবেষণা বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে মানিয়ে চলা এবং নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। এ ধরনের সেমিনার বেশি বেশি করতে পারলে শিক্ষার্থীরাও এর থেকে উপকৃত হবে। বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ, গবেষণার বিষয়ে ধারণা এবং স্কলারশিপ’সহ বিভিন্ন বিষয়ে জানতে পারবে।
অনলাইনে সংযুক্ত হয়ে আলোচনা করেন আইইইই চ্যাপ্টার এর ড. অজয় পোদ্দার, ড. দেবাতোশ গুহ, ড. সেলিয়া শাহনাজ এবং ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে দেশের শিল্প কারখানার এক্সপার্টরাও ছিলেন।
বক্তব্য রাখেন টেলিটক পাবনা ব্রাঞ্চের ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, তিনি শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মেলাতে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, “মানুষ সৃষ্টির সেরা জীব, তাই আমরা একটু চেষ্টা করলেই যেকোন অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। তাই এই চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে হইলে চেষ্টার কোন ঘাটতি রাখা যাবেনা।
অনুষ্ঠানটির দ্বিতীয় দিন ২ অক্টোবর (বুধবার) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।
২দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাস্ট স্টুডেন্ট ব্র্যাঞ্চ চ্যাপ্টারের উপদেষ্টা লিটন চন্দ্র পাল। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।