গতকাল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সহযোগিতা এবং সামাজিক শান্তি বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈবুর রহমান। তিনি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন। মাওলানা তৈবুর রহমান বলেন, আমাদের সমাজের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের মূল লক্ষ্য। তাই দুর্গাপূজায় যেকোনো সমস্যা সমাধানে আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাবেক শিবিরের জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন আমির সরদার আব্দুর রব। তারা সবাই পূজা আয়োজন এবং নিরাপত্তার বিষয়ে মত বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। জামায়াতে ইসলামী ফকিরহাট শাখা এমন উদ্যোগ নিয়ে তাদের সামাজিক দায়িত্ব এবং বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছে।
সভাটি শেষে উপস্থিত সবাই আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য যৌথ প্রচেষ্টার অঙ্গীকার করেন।