ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেপরোয়া গাড়ি চালিয়ে সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে ২ ভারতীয়

বেপরোয়া গাড়ি চালিয়ে সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে ২ ভারতীয়

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, শুক্রবার রাত ২টার দিকে একটি পিকআপ (WB25M4037) ভারতের ঘোজাডাঙায় বিএসএফের নিরাপত্তা বেষ্টনী এবং সাতক্ষীরার ভেমরার বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। ফলে ক্রসিং গেটসহ তিনটি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। ভারতীয় পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোমরার জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

প্রবল বৃষ্টিতে নেপালে বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৬৬

বেপরোয়া গাড়ি চালিয়ে সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে ২ ভারতীয়

আপডেট সময় ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, শুক্রবার রাত ২টার দিকে একটি পিকআপ (WB25M4037) ভারতের ঘোজাডাঙায় বিএসএফের নিরাপত্তা বেষ্টনী এবং সাতক্ষীরার ভেমরার বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। ফলে ক্রসিং গেটসহ তিনটি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। ভারতীয় পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোমরার জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।