তার দেশের ফেরার খবর নিশ্চিত করে ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান বলেন, আবদুজ জাহের গত পরশুদিন দেশে ফিরেছেন।
প্রায় ১০ বছর পর গত রোববার লন্ডন থেকে দেশে ফিরেছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। তার দেশের ফেরার খবর নিশ্চিত করে ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান বলেন, আবদুজ জাহের গত পরশুদিন দেশে ফিরেছেন।
আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বর্তমানে ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এছাড়া আবদুজ জাহের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন।
ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির বোর্ডে পরিবর্তনের আগে আবদুজ জাহের চেয়ারম্যান পদ থেকে ২০১৫ সালে পদত্যাগ করেন। আর ওই বছরই তিনি দেশ ছাড়েন। তিনি পদত্যাগ করার পর ইবনে সিনা ট্রাস্ট ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয় বলে জানা যায়।