ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্লাস্টিকযুক্ত মাটি ব্যবহৃত হচ্ছে পাবিপ্রবি নির্মাণাধীন হল মাঠে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের নিচু জায়গা ভরাটের জন্য ব্যবহৃত হচ্ছে নিম্নমানের প্লাস্টিকযুক্ত মাটি,ইট এবং বালির সংমিশ্রণ। এতে করে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি হল মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন দশতলা ছাত্র হলের সামনের মাঠটিকে ভরাট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আরেকটি নির্মাণাধীন ভভণের পরিত্যাক্ত ইট,বালি ও প্লাস্টিকযুক্ত মাটি দিয়ে। এতে করে হল মাঠের মাটি দূষণসহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছে,ধারনা করা হচ্ছে উক্ত প্লাস্টিকযুক্ত মাটিতে গাছপালা হবার সম্ভাবণা ও অনেক কম।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, এমনিতেই আমাদের বিশ্ববিদ্যালয়ে গাছপালার প্রচুর সংকট।তার উপরে সারা ক্যাম্পাসে শুধু বালি মাটিতে ভর্তির কারনে কোন গাছই দ্রুত বর্ধিত হতে পারেনা।
আগে যা গেছে সেটা বলে এখন লাভ নাই, কিন্তু এতকিছুর পরেও নতুন হলগুলোর নিচু জায়গা ভরাটের ক্ষেত্রে খুবই নিম্নমানের মাটি ব্যবহার করা হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্বক হুমকিসহ ভবিষ্যতে এই মাঠে গাছপালা না হওয়ার ও সঙ্কা থেকে যায়।প্লাস্টিক জাতীয় পদার্থ সহজে পচেনা বিধায় এটি মাটিতে অনেকবছর যাবৎ টিকে থেকে মাটির গুণাগুণ নষ্ট করে দেয়,এবং সেই মাটিতে গাছপালা বৃদ্ধিতে ব্যাপক বাধার সৃষ্টি করে। তাই প্রশাসনকে বলব প্লাস্টিকযুক্ত মাটি ব্যবহার না করতে যেন পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ২৮৫

প্লাস্টিকযুক্ত মাটি ব্যবহৃত হচ্ছে পাবিপ্রবি নির্মাণাধীন হল মাঠে

আপডেট সময় ০৬:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের নিচু জায়গা ভরাটের জন্য ব্যবহৃত হচ্ছে নিম্নমানের প্লাস্টিকযুক্ত মাটি,ইট এবং বালির সংমিশ্রণ। এতে করে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি হল মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন দশতলা ছাত্র হলের সামনের মাঠটিকে ভরাট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আরেকটি নির্মাণাধীন ভভণের পরিত্যাক্ত ইট,বালি ও প্লাস্টিকযুক্ত মাটি দিয়ে। এতে করে হল মাঠের মাটি দূষণসহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছে,ধারনা করা হচ্ছে উক্ত প্লাস্টিকযুক্ত মাটিতে গাছপালা হবার সম্ভাবণা ও অনেক কম।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, এমনিতেই আমাদের বিশ্ববিদ্যালয়ে গাছপালার প্রচুর সংকট।তার উপরে সারা ক্যাম্পাসে শুধু বালি মাটিতে ভর্তির কারনে কোন গাছই দ্রুত বর্ধিত হতে পারেনা।
আগে যা গেছে সেটা বলে এখন লাভ নাই, কিন্তু এতকিছুর পরেও নতুন হলগুলোর নিচু জায়গা ভরাটের ক্ষেত্রে খুবই নিম্নমানের মাটি ব্যবহার করা হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্বক হুমকিসহ ভবিষ্যতে এই মাঠে গাছপালা না হওয়ার ও সঙ্কা থেকে যায়।প্লাস্টিক জাতীয় পদার্থ সহজে পচেনা বিধায় এটি মাটিতে অনেকবছর যাবৎ টিকে থেকে মাটির গুণাগুণ নষ্ট করে দেয়,এবং সেই মাটিতে গাছপালা বৃদ্ধিতে ব্যাপক বাধার সৃষ্টি করে। তাই প্রশাসনকে বলব প্লাস্টিকযুক্ত মাটি ব্যবহার না করতে যেন পরিবেশের ভারসাম্য বজায় থাকে।