গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। মঙ্গলবার ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজার এক জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৭৭২ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের সাম্প্রতিক অনুমান অনুসারে, উপত্যকায় ১০ হাজার ৮৮৮ জন ছাত্র নিহত এবং ১৭ হাজার ২২৪ জন আহত হয়। একইসময় পশ্চিম তীরে ১১৩ জন ছাত্র নিহত এবং ৫৪৮ জন আহত হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয় ৪২৯ জন গ্রেপ্তার হয়।