ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে : মঈন খান Logo রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ Logo ‘আন্দোলনের সময় জিম্মি করা ছাত্রদের নগ্ন ভিডিও রেখে দিতেন তৌহিদ আফ্রিদি’ Logo সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন স্থগিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে Logo সম্পূরক বৃত্তি ও জকসু বাস্তবায়ন জবি শিবিরের সুনির্দিষ্ট ৫ দাবি Logo কুমিল্লায় মহাসড়ক দখলমুক্ত করতে বিশ্বরোডে উচ্ছেদ অভিযান Logo নিয়ম ভঙ্গ উমামার: ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি Logo কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে Logo হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে Logo পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে রদবদল

ক্রিকেট ক্যারিয়ারে আশরাফুলের নতুন অধ্যায়

ক্রিকেট ক্যারিয়ারে আশরাফুলের নতুন অধ্যায়

ব্যাট-প্যাড এখনো তুলে রাখেননি। টুকটাক খেলে যাচ্ছেন এখনও। সেটা অবশ্য অপেশাদার ক্রিকেটে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার মোহাম্মদ আশরাফুলের শেষ।

ক্রিকেট নিয়েই তার থাকতে হবে। তাই আগে থেকে কোচিংয়ে মনোযোগী হয়েছিলেন। ২০১২ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন। টেস্ট ক্রিকেট খেলায় লেভেল-১ করার প্রয়োজন হয়নি তার।

কোচিং ক্যারিয়ারকে এগিয়ে নিতে আইসিসির অধীনে বিভিন্ন কোচিং প্রশিক্ষণ নিচ্ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ইতোমধ্যে লেভেল-৩ এর প্রশিক্ষণ শেষ করেছেন আশরাফুল। সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসি থেকে সেই স্বীকৃতি পেয়েছেন।

তাতে বেশ উচ্ছ্বসিত তিনি। আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। তাকে সুযোগ করে দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

জনপ্রিয় সংবাদ

ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে : মঈন খান

ক্রিকেট ক্যারিয়ারে আশরাফুলের নতুন অধ্যায়

আপডেট সময় ১১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ব্যাট-প্যাড এখনো তুলে রাখেননি। টুকটাক খেলে যাচ্ছেন এখনও। সেটা অবশ্য অপেশাদার ক্রিকেটে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার মোহাম্মদ আশরাফুলের শেষ।

ক্রিকেট নিয়েই তার থাকতে হবে। তাই আগে থেকে কোচিংয়ে মনোযোগী হয়েছিলেন। ২০১২ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন। টেস্ট ক্রিকেট খেলায় লেভেল-১ করার প্রয়োজন হয়নি তার।

কোচিং ক্যারিয়ারকে এগিয়ে নিতে আইসিসির অধীনে বিভিন্ন কোচিং প্রশিক্ষণ নিচ্ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ইতোমধ্যে লেভেল-৩ এর প্রশিক্ষণ শেষ করেছেন আশরাফুল। সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসি থেকে সেই স্বীকৃতি পেয়েছেন।

তাতে বেশ উচ্ছ্বসিত তিনি। আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। তাকে সুযোগ করে দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।