ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে চবি ছাত্রশিবিরের বিবৃতি Logo আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে মরক্কো Logo যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ Logo ছাত্রদলের আবিদ ভারতপন্থী ভিপি প্রার্থী:ইলিয়াস হোসাইন Logo মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রুহুল কবির রিজভী Logo শিখা সংসদ ঘিরে তীব্র অসন্তোষ: রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন এলাকাবাসীর Logo মির্জা ফখরুল ইসলামের সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০ Logo জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির গভীর উদ্বেগ Logo নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ১

হাসিনা সরকারের আমলে সরকারি চাকরিতে ক্ষতিগ্রস্তদের সুবিধা নিশ্চিতে কমিটি

হাসিনা সরকারের আমলে সরকারি চাকরিতে ক্ষতিগ্রস্তদের সুবিধা নিশ্চিতে কমিটি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি-বঞ্চিত অবস্থায় অবসরে যাওয়া ক্ষতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা দিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মোখলেস উর রহমান বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন যাচাই-বাছাই করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবে, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়।

সচিব বলেন, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবে। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন চারজনকে কমিটিতে নেওয়া হবে।

জনপ্রশাসন সচিব বলেন, গত ১৬ বছরে যারা পারিবারিক-আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি তাদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদ আছে সেখানে দেওয়া যেতে পারে।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালে পদোন্নতি বঞ্চিত প্রায় আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে চবি ছাত্রশিবিরের বিবৃতি

হাসিনা সরকারের আমলে সরকারি চাকরিতে ক্ষতিগ্রস্তদের সুবিধা নিশ্চিতে কমিটি

আপডেট সময় ০৮:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি-বঞ্চিত অবস্থায় অবসরে যাওয়া ক্ষতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা দিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মোখলেস উর রহমান বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন যাচাই-বাছাই করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবে, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়।

সচিব বলেন, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবে। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন চারজনকে কমিটিতে নেওয়া হবে।

জনপ্রশাসন সচিব বলেন, গত ১৬ বছরে যারা পারিবারিক-আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি তাদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদ আছে সেখানে দেওয়া যেতে পারে।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালে পদোন্নতি বঞ্চিত প্রায় আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানান তিনি।